মুর্শিদাবাদ, 4 মে : বহরমপুরে প্রকাশ্যে ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে শহরের পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Baharampur College Student Murder)। জেলা কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করে ঘটনার প্রতিবাদ জানানো হয় । এই ধরনের ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান অধীর । একইসঙ্গে পুলিশ-প্রশাসনকে আরও সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার সন্ধ্যায় মেস থেকে প্রকাশ্য রাস্তার উপর কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য । বহরমপুর শহরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক । যদিও ঘটনার তিন ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পথে নেমে মোমবাতি মিছিল করেন অধীর চৌধুরী ।
আরও পড়ুন : বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন অধীর
মর্মান্তিক ঘটনায় ধিক্কার জানান তিনি । মানুষকে একত্রিত হয়ে রুখে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি । পাশাপাশি জনবহুল রাস্তায় সিসিটিভির আওতায় এই ধরনের নৃশংস ঘটনায় স্তম্ভিত তিনি । ঘটনার দায় প্রশাসনের উপর চাপিয়ে পুলিশকে সতর্ক হতে বলেন ।