বহরমপুর, 18 অগস্ট: গরুপাচার কান্ডে সিবিআই-এর হাতে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও বেনামি সম্পত্তির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে যায় সিবিআই । তবে এই বিষয়ে এবার অনুব্রত কন্যার পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury backs Anubrata daughter) ৷
বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে করে অধীরবাবু বলেন, "বাবার পাপেই মেয়েকে শাস্তি পেতে হচ্ছে । অনুব্রত মণ্ডলের মেয়ের নামে আমার কোনও অভিযোগ নেই । অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের নামে ।" তাঁর কথায়, "বাবা নিজের দুর্নীতি ঢাকতে, চৌর্যবৃত্তি ঢাকতে, বেনামি সম্পত্তি মেয়ের নামে লিখেছে । বাবার কথা মেয়ে অমান্য করতে পারে না । তাই যেখানে বলেছে সই করে দিয়েছে । এটা আমার ব্যক্তিগত ধারণা । আজ বাবার অপরাধের জন্যই মেয়েকে ভোগান্তিতে পড়তে হয়েছে ।" তবে সিবিআই সূত্রে খবর, সুকন্যা মণ্ডলের নামে একাধিক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদের নথি রয়েছে তাদের কাছে (allegation against daughter of Anubrata Mondal) ৷
আরও পড়ুন: সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের 17 জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা
একইসঙ্গে এদিন নারী সুরক্ষা বিষয়ে বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী (Congress Leader Adhir Ranjan Chowdhury) ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদি, অমিত শাহরা মুখে নারীদের সম্মানের কথা বলেন ভোট নেওয়ার জন্য । গুজরাতের ইতিহাস দেখলে স্পষ্ট হবে ওনারা নারীদের কতটা সম্মান করেন । দু'জনে যখন গুজরাতের দায়িত্বে ছিলেন তখন নারীদের উপর কী নির্যাতন হয়েছে সবাই জানে । সেখানে নারীদের উপর গোপনে নজর রাখা হতো । শুধুমাত্র জাফরি সাহেবের হত্যার প্রতিবাদ করায় তিস্তা সেতলওয়াড়কে সাজা পেতে হয়েছে । জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীকে নিয়ে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি । আসলে ভোটের জন্য নারীদের সম্মানের কথা বলেন ওরা ।"