ETV Bharat / state

মুখোমুখি গুরু-শিষ্য; আক্রমণ নয়, অপূর্ব অনুগামীদের লজেন্স বিলোলেন অধীর

কান্দিতে প্রচারে বেরিয়ে মুখোমুখি হলেন অধীর চৌধুরি ও অপূর্ব সরকার (ডেভিড)। ডেভিডের অনুগামীদের মধ্যে লজেন্স বিলোলেন অধীর ।

লজেন্স বিলোচ্ছেন অধীর
author img

By

Published : Apr 22, 2019, 2:32 PM IST

Updated : Apr 22, 2019, 3:26 PM IST

কান্দি, 22 এপ্রিল : এক সময়ের গুরু-শিষ্য এখন প্রতিদ্বন্দ্বী । প্রসঙ্গ উঠলে একে অপরকে ছেড়ে কথা বলেন না । কিন্তু, কান্দিতে প্রচারে বেরিয়ে দেখা গেল অন্য ছবি । শিষ্য অপূর্ব সরকার ওরফে ডেভিডকে ঝাঁঝালো আক্রমণ নয়, বদলে তাঁর অনুগামীদের লজেন্স বিলোলেন অধীর ।

অপূর্ব ওরফে ডেভিডের রাজনৈতিক ময়দানে প্রবেশ অধীরের হাত ধরেই । যত দিন গেছে দু'জনের সম্পর্ক আরও ঘনিষ্ট হয়েছে । সম্প্রতি গুরু-শিষ্যের সম্পর্কে ছেদ পড়ে । "অধীর গড়" বহরমপুর থেকেই তৃণমূলের টিকিটে প্রার্থী হন অপূর্ব । এরপর রাজনৈতিক কারণে একে-অপরের বিরুদ্ধে বিষোদগার করেছেন একাধিকবার । তাই এবার লোকসভা নির্বাচনে বহরমপুরজুড়ে শুধুই গুরু-শিষ্যের লড়াই । এক সময়ের গুরু-শিষ্য সামনা-সামনি আসলে কী হবে ? কেমন হবে সম্মুখ সমর ? জেলাবাসীর কাছে এটা ছিল লাখ টাকার প্রশ্ন।

tmc
অপূর্ব সরকার

আজ প্রচারে বেরোন অধীর চৌধুরি ও অপূর্ব সরকার । উভয়ের সঙ্গেই প্রায় 400-র কাছাকাছি সমর্থক ছিল । এলাকা ঘুরে হিজলার বাঘআছড়া পাইরাকোল গ্রামে মুখোমুখি হয় দু'জনের গাড়ি । থমকায় দু'জনেরই মিছিলই । দু'দিক থেকেই তখন তুমুল ঢাক-ঢোল আর রাজনৈতিক স্লোগান । কাছাকাছি এলেও কেউ কারোর দিকে তাকালেন না । শিষ্যকে কোনও আক্রমণ নয়, উলটে ডেভিডের অনুগামীদের দিকে লজেন্স বিলোলেন অধীর । এরপর কাঁচা-পাকা রাস্তা ধরে বিপরীত দিকে চলে গেল দুটি মিছিলই ।

মুখোমুখি গুরু-শিষ্য

কান্দি, 22 এপ্রিল : এক সময়ের গুরু-শিষ্য এখন প্রতিদ্বন্দ্বী । প্রসঙ্গ উঠলে একে অপরকে ছেড়ে কথা বলেন না । কিন্তু, কান্দিতে প্রচারে বেরিয়ে দেখা গেল অন্য ছবি । শিষ্য অপূর্ব সরকার ওরফে ডেভিডকে ঝাঁঝালো আক্রমণ নয়, বদলে তাঁর অনুগামীদের লজেন্স বিলোলেন অধীর ।

অপূর্ব ওরফে ডেভিডের রাজনৈতিক ময়দানে প্রবেশ অধীরের হাত ধরেই । যত দিন গেছে দু'জনের সম্পর্ক আরও ঘনিষ্ট হয়েছে । সম্প্রতি গুরু-শিষ্যের সম্পর্কে ছেদ পড়ে । "অধীর গড়" বহরমপুর থেকেই তৃণমূলের টিকিটে প্রার্থী হন অপূর্ব । এরপর রাজনৈতিক কারণে একে-অপরের বিরুদ্ধে বিষোদগার করেছেন একাধিকবার । তাই এবার লোকসভা নির্বাচনে বহরমপুরজুড়ে শুধুই গুরু-শিষ্যের লড়াই । এক সময়ের গুরু-শিষ্য সামনা-সামনি আসলে কী হবে ? কেমন হবে সম্মুখ সমর ? জেলাবাসীর কাছে এটা ছিল লাখ টাকার প্রশ্ন।

tmc
অপূর্ব সরকার

আজ প্রচারে বেরোন অধীর চৌধুরি ও অপূর্ব সরকার । উভয়ের সঙ্গেই প্রায় 400-র কাছাকাছি সমর্থক ছিল । এলাকা ঘুরে হিজলার বাঘআছড়া পাইরাকোল গ্রামে মুখোমুখি হয় দু'জনের গাড়ি । থমকায় দু'জনেরই মিছিলই । দু'দিক থেকেই তখন তুমুল ঢাক-ঢোল আর রাজনৈতিক স্লোগান । কাছাকাছি এলেও কেউ কারোর দিকে তাকালেন না । শিষ্যকে কোনও আক্রমণ নয়, উলটে ডেভিডের অনুগামীদের দিকে লজেন্স বিলোলেন অধীর । এরপর কাঁচা-পাকা রাস্তা ধরে বিপরীত দিকে চলে গেল দুটি মিছিলই ।

মুখোমুখি গুরু-শিষ্য
নারদা নিয়ে চার্জশিট হয় নি , অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সরব হয়ে লাভ কি - সৌগত রায়। গাজী নূর কে চেনেন না, দাবী সৌগত রায়ের। রাজু বিশ্বাস,বারাসত- নারদা নিয়ে কেন্দ্রীয় সরকার একটা চার্জশিট‌ই দিতে পারল না । এনিয়ে বিরোধীদের সরব হওয়ার সমালোচনা করে দমদম কেন্দ্রের তৃনমূল প্রার্থী সৌগত রায় জানালেন , একটা অভিযোগের ভিত্তিতে বিচারাধীন বিষয় নিয়ে সরব হয়ে লাভ কি ? আজ দুপুরে বারাসাতের জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিয়ে সৌগত রায় তাঁর বিরোধী প্রার্থী শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে তোলা যাবতীয় প্রশ্নকে বাল্যখিল্য সুলভ জানিয়ে বললেন, বসিরহাট দক্ষিন বিধানসভা কেন্দ্রেই যিনি ২৪০০০ ভোটে হেরে এসেছেন তাঁর প্রশ্নের উত্তর দিয়ে তিনি মর্যাদা হারাতে চান না । সৌগত রায়ের বক্তব্য , বিজেপি তাঁর কেন্দ্রে ফ্যাক্টর নয় । তাঁর প্রধান প্রতিদ্বন্দী সিপিএম । সবচেয়ে চমকপ্রদ ভাবে সৌগত রায় গাজি নূরের বিষয়ে হাত ধুয়ে ফেলেছেন । তার দাবি, নুরকে তিনি চেনেনই না।অথচ দমদম কেন্দ্রে তাঁর হয়ে হুড খোলা গাড়িতে প্রচার করার পরে গাজি নূরের ভিসা বাতিল হয়।জনপ্রিয় টিভি অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয় । যার কেন্দ্রে প্রচার করতে এসে বিতর্ক, সেই সৌগত রায় এখন জানাচ্ছেন , ' গাজি নূর কে আমি জানি না , চিনি না'।
Last Updated : Apr 22, 2019, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.