কান্দি, 22 এপ্রিল : এক সময়ের গুরু-শিষ্য এখন প্রতিদ্বন্দ্বী । প্রসঙ্গ উঠলে একে অপরকে ছেড়ে কথা বলেন না । কিন্তু, কান্দিতে প্রচারে বেরিয়ে দেখা গেল অন্য ছবি । শিষ্য অপূর্ব সরকার ওরফে ডেভিডকে ঝাঁঝালো আক্রমণ নয়, বদলে তাঁর অনুগামীদের লজেন্স বিলোলেন অধীর ।
অপূর্ব ওরফে ডেভিডের রাজনৈতিক ময়দানে প্রবেশ অধীরের হাত ধরেই । যত দিন গেছে দু'জনের সম্পর্ক আরও ঘনিষ্ট হয়েছে । সম্প্রতি গুরু-শিষ্যের সম্পর্কে ছেদ পড়ে । "অধীর গড়" বহরমপুর থেকেই তৃণমূলের টিকিটে প্রার্থী হন অপূর্ব । এরপর রাজনৈতিক কারণে একে-অপরের বিরুদ্ধে বিষোদগার করেছেন একাধিকবার । তাই এবার লোকসভা নির্বাচনে বহরমপুরজুড়ে শুধুই গুরু-শিষ্যের লড়াই । এক সময়ের গুরু-শিষ্য সামনা-সামনি আসলে কী হবে ? কেমন হবে সম্মুখ সমর ? জেলাবাসীর কাছে এটা ছিল লাখ টাকার প্রশ্ন।
আজ প্রচারে বেরোন অধীর চৌধুরি ও অপূর্ব সরকার । উভয়ের সঙ্গেই প্রায় 400-র কাছাকাছি সমর্থক ছিল । এলাকা ঘুরে হিজলার বাঘআছড়া পাইরাকোল গ্রামে মুখোমুখি হয় দু'জনের গাড়ি । থমকায় দু'জনেরই মিছিলই । দু'দিক থেকেই তখন তুমুল ঢাক-ঢোল আর রাজনৈতিক স্লোগান । কাছাকাছি এলেও কেউ কারোর দিকে তাকালেন না । শিষ্যকে কোনও আক্রমণ নয়, উলটে ডেভিডের অনুগামীদের দিকে লজেন্স বিলোলেন অধীর । এরপর কাঁচা-পাকা রাস্তা ধরে বিপরীত দিকে চলে গেল দুটি মিছিলই ।