বহরমপুর, 29 মে : কোরোনা নিয়ে ছেলেখেলা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।
গতরাতে বহরমপুরে ফিরেছেন অধীর চোধুরি। আজ সাংবাদিক বৈঠকে করেন তিনি । সেখানে রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কোরোনায় মৃত্যুর হার বেশি। সরকার আসল তথ্য দিচ্ছে না। তথ্য় গোপন করা হচ্ছে । প্রথম দিন থেকেই বাংলার মানুষের সঙ্গে ছেলেখেলা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । এখনও তথ্য় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তিনি।"
ইতিমধ্যেই রাজ্যে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা । রাজ্য়ের ক্রমবর্ধমান কোরোনা আক্রান্তের সংখ্য়া নিয়ে শাসক দলের একাংশ পরিযায়ী শ্রমিকদরে ফিরে আসাকেই দায়ি করছে । এই ইশুতে অধীর চৌধুরি বলেন, "পরিযায়ী শ্রমিকদের নিয়ে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, যেন তাঁরাই ভিলেন । ওরা কোরোনা দৈত্য নয়। ওদের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই । এখন কোনও পরিযায়ী শ্রমিক যদি কোরোনা আক্রান্ত হন, সেজন্য দায়ি থাকবেন মুখ্যমন্ত্রী। আগে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনলে আজ এই পরিস্থিতি তৈরি হত না।" মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, "আপনার চেহারা দেখে আমরা বুঝতে পারছি । আপনি সূক্ষভাবে বিভাজনের রাজনীতি করছেন।"