বহরমপুর, 12 সেপ্টেম্বর : রাতে সাড়ে 12টায় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজির মেনকা গম্ভীর (Menaka Gambhir) ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) শ্যালিকার দাবি, তাঁকে সোমবার রাত সাড়ে 12টাতেই ডেকেছে ইডি (ED) ৷ সেই কারণেই তিনি আইনজীবীকে সঙ্গে করে সেখানে গিয়েছিলেন ৷
এই নিয়ে সোমবার প্রতিক্রিয়া দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) ৷ মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘রাত 12টার সময় কোনও মহিলা ডেকে পাঠাতে পারে বলে আমি জানি না ৷ ডেকে পাঠানো অনুচিত ৷ অন্যায় ৷ তিনি তো একজন মহিলা ৷ একজন মহিলার সঙ্গে এই ধরনের ব্যবহার কোনও তদন্তকারী সংস্থা করতে পারে না ৷’’
যদিও পরে ইডির তরফে ফের নোটিশ দেওয়া হয় ৷ সময়ের ভুলের কথা উল্লেখ করেই নতুন নোটিশ দেওয়া হয়েছে ৷ সেই মতো সোমবার দুপুরে ইডি অফিসে হাজিরাও দেন মেনকা গম্ভীর ৷
নোটিশ দিতে টাইপে যে ভুল হতে পারে, সেই সম্ভাবনাও অবশ্য উড়িয়ে দেননি বহরমপুরের সাংসদ ৷ তিনি বলেন, ‘‘তবে টাইপে ভুল হতে পারে ৷ পিএমের জায়গায় এএম হতে পারে ৷ সেটা আমার জানা নেই ৷’’
অন্যদিকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দুই নেতাকেই এদিন নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ অধীর বলেন, ‘‘নতুন, পুরনো তৃণমূল নিয়ে গলা ফাটাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুর্নীতি-মুক্ত তৃণমূল গড়তে চেয়ে দিদির হাত থেকে পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন । কিন্তু যেদিন দিদি কেষ্টকে (অনুব্রত মণ্ডল) সমর্থন করে তাঁকে বীরের মর্যাদা দিতে চেয়েছেন, সেদিন থেকেই চুপ করে গিয়েছেন ভাইপো । দিদি স্পষ্ট করে দিয়েছেন চোর-গুন্ডাদের নিয়েই তিনি তৃণমূল করবেন । সব বুঝতে পেরে চুপ করে গিয়েছেন অভিষেক ।’’
আর শুভেন্দু অধীকারীর নাম না করে অধীর চৌধুরী বলেন, ‘‘একসময় উনি মুর্শিদাবাদ এসে কংগ্রেস ভাঙিয়েছেন । কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছেন । তারপর বিজেপিতে গিয়েছেন । এখন কী করবেন, ঠিক করতে পারছেন না । ওঁর রাজনৈতিক কোনও আদর্শই নেই ।’’
আরও পড়ুন : কয়লাপাচার কাণ্ডের তদন্তে ইডি অফিসে হাজিরা মেনকা গম্ভীরের