ETV Bharat / state

বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP : অধীর - রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে আক্রমণ অধীরের

বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP । মন্তব্য অধীর চৌধুরির ৷ রাজ্যে রাজভবন ডায়লগ ও কেন্দ্রে রাইসিনা ডায়ালগ চলছে, এমন অভিযোগ তুলে একযোগে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তিনি ।

Adhir press meet
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী
author img

By

Published : Jan 17, 2020, 3:22 PM IST

Updated : Jan 17, 2020, 4:57 PM IST

বহরমপুর, 17 জানুয়ারি : একযোগে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন অধীর চৌধুরি ৷ বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP, মন্তব্য বহরমপুরের সাংসদের । সাংবাদিক বৈঠকে আজ তিনি বলেন, "BJP এ'দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে । শুধু তাই নয়, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের বিপদ বাড়াচ্ছে । এদের কার্যক্রমে ওই দেশের সঙ্গে এখন যে সোনালি সম্পর্কের অধ্যায় চলছে সেটা নষ্ট হয়ে যাবে । বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP ।"

সাংবাদিক বৈঠকে কী বললেন অধীর ? দেখুন ভিডিয়ো...

তাঁর আরও অভিযোগ, রাজ্যে রাজভবন ডায়লগ ও কেন্দ্রে রাইসিনা ডায়ালগ চলছে । রাজভবনে ডায়ালগ হওয়ার পরই রাজ্যে CBI-এর আধিকারিক বদল হয়ে গেল । এতে সারদাসহ অন্যান্য চিটফান্ডের তদন্ত অতল জলে তলিয়ে গেল । দেশে মোট অনুপ্রবেশকারীর সংখ্যা জানতে চাইলে সরকার জবাব দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন অধীর । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, ওঁর বক্তব্যের জবাব দিতে রুচিতে বাধে । NRC, NPR করে BJP জনসাধারণের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, বলেও দাবি করেন এই বিরোধী দলনেতা ।

বহরমপুর, 17 জানুয়ারি : একযোগে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন অধীর চৌধুরি ৷ বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP, মন্তব্য বহরমপুরের সাংসদের । সাংবাদিক বৈঠকে আজ তিনি বলেন, "BJP এ'দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে । শুধু তাই নয়, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের বিপদ বাড়াচ্ছে । এদের কার্যক্রমে ওই দেশের সঙ্গে এখন যে সোনালি সম্পর্কের অধ্যায় চলছে সেটা নষ্ট হয়ে যাবে । বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP ।"

সাংবাদিক বৈঠকে কী বললেন অধীর ? দেখুন ভিডিয়ো...

তাঁর আরও অভিযোগ, রাজ্যে রাজভবন ডায়লগ ও কেন্দ্রে রাইসিনা ডায়ালগ চলছে । রাজভবনে ডায়ালগ হওয়ার পরই রাজ্যে CBI-এর আধিকারিক বদল হয়ে গেল । এতে সারদাসহ অন্যান্য চিটফান্ডের তদন্ত অতল জলে তলিয়ে গেল । দেশে মোট অনুপ্রবেশকারীর সংখ্যা জানতে চাইলে সরকার জবাব দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন অধীর । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, ওঁর বক্তব্যের জবাব দিতে রুচিতে বাধে । NRC, NPR করে BJP জনসাধারণের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, বলেও দাবি করেন এই বিরোধী দলনেতা ।

Intro:বিজেপি বাংলাদেশী মৌলবাদীদের হাত শক্ত করছে বললেন অধীর

দেশের বিরোধী দলনেতা ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজকে সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যে রাজভবন ডায়লগ ও কেন্দ্রে রায়সীনা ডায়লগ চলছে। রাজভবন ডায়লগ হওয়ার পরই রাজ্যে সিবিআইয়ের আধিকারিক বদল হয়ে গেল। এতে সারদা সহ অন্যান্য চিৎ ফান্ডের তদন্ত অতল জলে তলিয়ে গেল। তিনি আরো অভিযোগ করেন বিজেপি এদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে শুধু তাই নয় বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের বিপদ বাড়াচ্ছেন। এদের কার্যক্রমে ওই দেশের সাথে এখন যে সোনালী সম্পর্কের অধ্যায় চলছে সেটা নস্ট হয়ে যাবে। এই দেশে মোট অনুপ্রবেশকারীর সংখ্যা জানতে চাইলে সরকার জবাব দিচ্ছে না। এড়িয়ে যাচ্ছে বলেও খিব প্রকাশ করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঐশী ঘোষ, কানহাইয়া কুমারকে অধুনা কংগ্রেসের নেতা বলে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে বলেন বিজেপির সভাপতি কে হবে সেটা তাদের দলীয় সিদ্ধান্ত কিন্তু ওই ব্যক্তির বক্তব্যের জবাব দিতে তার রুচিতে বাঁধে।
সবশেষে তিনি দাবি করেন এন আর সি, এনপিআর সহ পুরো প্রক্রিয়া টি স্ব বিরোধে ভরা। এটা বিজেপি জনসাধারণের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।Body:VConclusion:
Last Updated : Jan 17, 2020, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.