ফরাক্কা, 27 ডিসেম্বর : দিল্লিতে কাজ করতে গিয়ে ছাদ ভেঙে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের । ঘটনায় একই গ্রামের আরও ছজন গুরুতর আহত হয়েছেন । মৃতের নাম দীনেশ রায় । বাড়ি ফরাক্কা থানার বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরাক্কা রেল বাজার এলাকায় । মৃতদেহ কাল গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে ।
গত কয়েক বছর ধরে দিল্লিতেই ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন গ্রামের দশজন বাসিন্দা । লকডাউনের পর মাস দুয়েক আগে ফের দিল্লিতে রাজমিস্ত্রির কাজে যোগ দেন । গতকাল জলের ট্যাঙ্কের কাজ করছিল । সেই সময় ছাদ ধসে 30 ফুট উঁচু থেকে পড়ে যান সাতজন । ঘটনাস্থানেই দীনেশ রায়ের মৃত্যু হয় । বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে । দুজনের অবস্থা আশঙ্কাজনক ।
আরও পড়ুন : হেনস্থার অভিযোগ, তামিলনাড়ুর থেনিতে ধরনায় বাংলার পরিযায়ী শ্রমিকরা
পরিবারের অভিযোগ, রাজ্যে কাজ নেই বলে বছরের পর বছর ধরে দিল্লিতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে যায় ফরাক্কার অনেকে । । রাজ্যে কর্মসংস্থান থাকলে এভাবে মৃত্যু হত না ।