ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা লরির, আহত 8 পড়ুয়া - লরি

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়ালে ধাক্কা মারল একটি লরি ৷ সেই সময় ওই বাড়ির ভিতরে প্রায় 20 জন পড়ুয়া টিউশন নিচ্ছিল ৷ ঘটনায় 8 পড়ুয়া আহত হয়েছে ৷ শিক্ষক সহ বাকিরা কোনওরকমে রক্ষা পান ৷

a break failed truck hit in a house and 8 student got injured in murshidabad
নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা লরির, আহত 8 পড়ুয়া
author img

By

Published : Feb 10, 2021, 10:55 PM IST

মুর্শিদাবাদ, 10 ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারল সিমেন্ট বোঝাই একটি লরি ৷ সেই সময় ওই বাড়ির ভিতরে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা টিউশন পড়ছিল ৷ ঘটনায় 8 পড়ুয়া জখম হয়েছে ৷ বাকি পড়ুয়া ও শিক্ষক কোনও রকমে রক্ষা পান ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা মহিষাস্থলি এলাকায় ৷

স্থানীয়দের অভিযোগ, আজ সকালে রাস্তার ধরারের ওই ঘরটিতে টিউশন পড়ানোর সময়, একটি সিমেন্ট বোঝাই লরি সোজা গিয়ে সেখানে ধাক্কা মারে ৷ লরির ধাক্কায় ইটের দেওয়াল ভেঙে পড়ে পড়ুয়াদের উপর ৷ ঘটনায় 8 জন পড়ুয়া আহত হয়েছে ৷ ওই সময় সেখানে প্রায় 20 জন পড়ুয়া ছিল ৷ আহত পড়ুয়াদের স্থানীয় কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ওই ঘরটিতে বিজন পাল নামে স্থানীয় এক শিক্ষক বাচ্চাদের প্রাইভেটে টিউশন দেন ৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

আরও পড়ুন : রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে আচমকা দাউদাউ আগুন

এই দুর্ঘটনার পর পুলিশ চালক সহ লরিটিকে আটক করে ৷ ওই লরির চালক জানিয়েছে, গাড়ির ব্রেক না ধরায় সেটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে ৷ পুলিশ গাড়িটিকে পরীক্ষা করে দেখবে বলে জানা গিয়েছে ৷

মুর্শিদাবাদ, 10 ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারল সিমেন্ট বোঝাই একটি লরি ৷ সেই সময় ওই বাড়ির ভিতরে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা টিউশন পড়ছিল ৷ ঘটনায় 8 পড়ুয়া জখম হয়েছে ৷ বাকি পড়ুয়া ও শিক্ষক কোনও রকমে রক্ষা পান ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা মহিষাস্থলি এলাকায় ৷

স্থানীয়দের অভিযোগ, আজ সকালে রাস্তার ধরারের ওই ঘরটিতে টিউশন পড়ানোর সময়, একটি সিমেন্ট বোঝাই লরি সোজা গিয়ে সেখানে ধাক্কা মারে ৷ লরির ধাক্কায় ইটের দেওয়াল ভেঙে পড়ে পড়ুয়াদের উপর ৷ ঘটনায় 8 জন পড়ুয়া আহত হয়েছে ৷ ওই সময় সেখানে প্রায় 20 জন পড়ুয়া ছিল ৷ আহত পড়ুয়াদের স্থানীয় কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ওই ঘরটিতে বিজন পাল নামে স্থানীয় এক শিক্ষক বাচ্চাদের প্রাইভেটে টিউশন দেন ৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

আরও পড়ুন : রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে আচমকা দাউদাউ আগুন

এই দুর্ঘটনার পর পুলিশ চালক সহ লরিটিকে আটক করে ৷ ওই লরির চালক জানিয়েছে, গাড়ির ব্রেক না ধরায় সেটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে ৷ পুলিশ গাড়িটিকে পরীক্ষা করে দেখবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.