বেলডাঙা, 16 অগাস্ট : পা দুটো জোড়া ৷ দেখতে অনেকটা মাছের পাখনার মতো ৷ গতকাল বেলডাঙা ব্লক হাসপাতালে এরকম একটি শিশু জন্মায় ৷ ঘণ্টাখানেক পরে মৃত্যু হয় শিশুটির ৷
গতকাল দুপুরে প্রসব বেদনা শুরু হয় এক মহিলার ৷ তাঁকে বেলডাঙা ব্লক হাসপাতালে ভরতি করা হয় । বিকেলের দিকে সিজ়ার করা হয় ৷ এক শিশুসন্তানের জন্ম দেন মহিলা ৷ শিশুটির শরীরের উপরের অংশ স্বাভাবিক ৷ কিন্তু, কোমর থেকে দুটি পা জোড়া ছিল ৷ ফলে কিছুটা মাছের পাখনার মতো দেখতে লাগছিল পা দুটিকে ৷
এই খবর চাউর হতেই ওই শিশুটিকে দেখতে ভিড় জমায় স্থানীয় লোকজন ৷ কিছুক্ষণ পর মৃত্যু হয় শিশুটির ৷ চিকিৎসকদের বক্তব্য, জিনগত কারণে এরকমভাবে শিশুটির জন্ম হয়েছে ৷