সুতি, ৯ ফেব্রুয়ারি : সুতি থানার কাশিমনগর উত্তরপাড়ার একটি বাড়ি থেকে ৭০টি তাজা বোমা উদ্ধার হল। আজ সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করে। বাড়ির মালিক মানসুর শেখ পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মানসুর শেখ নিজের বাড়িতে বোমা মজুত রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দেয়। কেন মানসুর বাড়িতে বোমা মজুত রেখেছিল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
বম স্কয়্যাড স্থানীয় একটি আমবাগানে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ আসার খবর পেয়েই মানসুর বাড়ি থেকে চম্পট দেয়।