ETV Bharat / state

সুতিতে বাড়ি থেকে উদ্ধার ৭০টি তাজা বোমা - suti

সুতিতে বাড়ি থেকে উদ্ধার ৭০ টি তাজা বোমা। বাড়ির মালিক পলাতক।

বম্ব
author img

By

Published : Feb 9, 2019, 9:41 PM IST

সুতি, ৯ ফেব্রুয়ারি : সুতি থানার কাশিমনগর উত্তরপাড়ার একটি বাড়ি থেকে ৭০টি তাজা বোমা উদ্ধার হল। আজ সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করে। বাড়ির মালিক মানসুর শেখ পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানসুর শেখ নিজের বাড়িতে বোমা মজুত রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দেয়। কেন মানসুর বাড়িতে বোমা মজুত রেখেছিল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

বম স্কয়্যাড স্থানীয় একটি আমবাগানে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ আসার খবর পেয়েই মানসুর বাড়ি থেকে চম্পট দেয়।

সুতি, ৯ ফেব্রুয়ারি : সুতি থানার কাশিমনগর উত্তরপাড়ার একটি বাড়ি থেকে ৭০টি তাজা বোমা উদ্ধার হল। আজ সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করে। বাড়ির মালিক মানসুর শেখ পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানসুর শেখ নিজের বাড়িতে বোমা মজুত রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দেয়। কেন মানসুর বাড়িতে বোমা মজুত রেখেছিল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

বম স্কয়্যাড স্থানীয় একটি আমবাগানে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ আসার খবর পেয়েই মানসুর বাড়ি থেকে চম্পট দেয়।

RESTRICTIONS: No access Russia. SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Various.
Nizhny Tagil, Russia - 9th February 2019
1. 00:00 Wide of ski race start
2. 00:04 Various of ski race
Petropavlovsk-Kamchatsky, Russia - 9th February 2019
3. 00:14 SOUNDBITE (Russian): Ski race participant, no name given:
"Everything is fantastic, the weather is good and the mood is great!"
4. 00:17 Various of ski race
Ulan-Ude, Buryatia, Russia - 9th February 2019
5. 00:25 Wide of ski race start
6. 00:27 Skiers in the forest
7. 00:29 SOUNDBITE (Russian): Ski race participant, no name given:
"The atmosphere is amazing, great mood, everyone put your ski on, do biathlon and enjoy a healthy lifestyle."
8. 00:35 Various of children participating in ski race
9. 00:44 SOUNDBITE (Russian) ski race participant, no name given: "I took part in the competition and came first."
10. 00:48 Various of ski race
Moscow region, Russia - 9th February 2019
11. 00:54 SOUNDBITE (Russian): Ski race participant, no name given:
"We came here to take part in the competition, to support our friends and just to have a great time."
12. 01:00 People walking with skis
13. 01:05 People getting ready for ski race
14. 01:09 SOUNDBITE (Russian): Ski race participant, no name given:
"I've been participating in the Moscow ski race and the Russian ski race for almost ten years. So I'm looking forward to the start. "
15. 01:17 Race participant skiing among crowd
16. 01:21 Man helping a child to put on ski
17. 01:25 Various of people waiting for race start
18. 01:33 Various of race start
SOURCE: RU-RTR
DURATION: 01:46
STORYLINE:
A traditional mass ski race took place in Russia on Saturday with tens of thousands of participants all over the country.
Anyone could take part in the event, including both professional and amateur skiers.
There was a 5-kilometre race for participants under the age of 26, and a 10-kilometre race for those over 26 - with no upper age limit.
The race has been held in Russia annually since 1982 with the aim at promoting skiing and other outdoor sports.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.