ETV Bharat / state

মুর্শিদাবাদে গ্রেপ্তার 355, চলছে এখনও রুট মার্চ - মুর্শিদাবাদে গ্রেপ্তার 355

মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা বলেন, "জেলার পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ আশা করি এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ উত্তেজনাপ্রবণ এলকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুট মার্চ করছে জেলা পুলিশ ৷" জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চে থাকছেন পুলিশ সুপার মুকেশ কুমার ৷ তিনি বলেন, "আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি ৷ তবে আজ জেলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷"

355 arrested in Murshidabad
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 19, 2019, 9:17 PM IST

মুর্শিদাবাদ, 19 ডিসেম্বর : সাত দিন কেটে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি মুর্শিদাবাদে ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর প্রতিবাদে গত শুক্রবার থেকে সেখানে তুমুল বিক্ষোভ চলছে । ট্রেন, বাসে আগুন লাগানোর পাশাপাশি রাস্তা অবরোধ, মিছিল কিছুই বাদ যায়নি । ইতিমধ্যে সেই ঘটনায় 355 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ কিন্তু এখনও বিক্ষোভ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ৷ আজও জেলার কয়েকটি জায়গায় দফায় দফায় বিক্ষোভ হয় । তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কিছুটা স্বস্তিতে জেলা প্রশাসন ৷

মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা বলেন, "জেলার পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ আশা করি এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ উত্তেজনাপ্রবণ এলকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুট মার্চ করছে জেলা পুলিশ ৷" জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চে থাকছেন পুলিশ সুপার মুকেশ কুমার ৷ তিনি বলেন, "আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি ৷ তবে আজ জেলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷"

আজও জেলার কয়েকটি ব্লকে বিক্ষোভ হয় । কান্দি মহকুমার বরওয়া, ভরতপুর , সালার , রঘুনাথগঞ্জ সহ কয়েকটি ব্লকে CAA এবং NRC-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয় । তবে কড়া পুলিশি নিরাপত্তা থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটনি ৷ এদিকে সুতির দুটি ব্লকের পঞ্চায়েত এলাকায় গত তিন ধরে জারি রয়েছে 144 ধারা ৷

মুর্শিদাবাদ, 19 ডিসেম্বর : সাত দিন কেটে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি মুর্শিদাবাদে ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর প্রতিবাদে গত শুক্রবার থেকে সেখানে তুমুল বিক্ষোভ চলছে । ট্রেন, বাসে আগুন লাগানোর পাশাপাশি রাস্তা অবরোধ, মিছিল কিছুই বাদ যায়নি । ইতিমধ্যে সেই ঘটনায় 355 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ কিন্তু এখনও বিক্ষোভ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ৷ আজও জেলার কয়েকটি জায়গায় দফায় দফায় বিক্ষোভ হয় । তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কিছুটা স্বস্তিতে জেলা প্রশাসন ৷

মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা বলেন, "জেলার পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ আশা করি এক-দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷ উত্তেজনাপ্রবণ এলকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুট মার্চ করছে জেলা পুলিশ ৷" জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চে থাকছেন পুলিশ সুপার মুকেশ কুমার ৷ তিনি বলেন, "আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি ৷ তবে আজ জেলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷"

আজও জেলার কয়েকটি ব্লকে বিক্ষোভ হয় । কান্দি মহকুমার বরওয়া, ভরতপুর , সালার , রঘুনাথগঞ্জ সহ কয়েকটি ব্লকে CAA এবং NRC-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয় । তবে কড়া পুলিশি নিরাপত্তা থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটনি ৷ এদিকে সুতির দুটি ব্লকের পঞ্চায়েত এলাকায় গত তিন ধরে জারি রয়েছে 144 ধারা ৷

Patna (Bihar), Dec 19 (ANI): Communist Party of India (CPI-M) leader, Kanhaiya Kumar joined protest against Citizenship (Amendment) Act in Bihar's Patna. He said, "This is not the matter of Muslim community, this is the problem of providing documents, poor people not able to provide proper documents, as they roam around to different states for work, uneducated people will suffer more during this process. Can't give citizenship based on documents," said CPI leader Kanhaiya Kumar.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.