ETV Bharat / state

Lorry accident : লরির ধাক্কায় মৃত একই পরিবারের 3 জন

3 জন একসঙ্গে স্কুটিতে চড়ে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন ৷ সকলেরই আজ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল ৷ গন্তব্যস্থলে পৌঁছালেন তাঁরা সবাই, কিন্তু মৃতদেহ ময়নাতদন্তের জন্য ৷

পথ দুর্ঘটনায় মৃত 3
পথ দুর্ঘটনায় মৃত 3
author img

By

Published : Aug 10, 2021, 4:55 PM IST

বহরমপুর, 10 অগস্ট : লরির ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের 3 জনের ৷ আজ দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের উপর বহরমপুর থানার চুঁয়াপুরে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ইন্দ্রজিৎ সাহা, সুপ্রিয়া সাহা ও গোপাল দত্ত । ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । তবে চালক আর খালাসি পলাতক । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ।

আরও পড়ুন : Murdered : জমি বিবাদের জেরে ভাইকে খুন, আটক অভিযুক্ত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার 9 নম্বর মনীন্দ্রনগর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা, তাঁর স্ত্রী সুপ্রিয়া সাহা ও শ্বশুর গোপাল দত্ত ৷ তাঁরা স্কুটিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আসছিলেন । আজ তাঁদের কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল । 34 নম্বর জাতীয় সড়কের চুঁয়াপুরে দ্রুতগামী একটি লরি তাঁদের সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন 3 জন । চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান সকলে ।

পুলিশ দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার জেরে জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ।

বহরমপুর, 10 অগস্ট : লরির ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের 3 জনের ৷ আজ দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কের উপর বহরমপুর থানার চুঁয়াপুরে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ইন্দ্রজিৎ সাহা, সুপ্রিয়া সাহা ও গোপাল দত্ত । ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । তবে চালক আর খালাসি পলাতক । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ।

আরও পড়ুন : Murdered : জমি বিবাদের জেরে ভাইকে খুন, আটক অভিযুক্ত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার 9 নম্বর মনীন্দ্রনগর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা, তাঁর স্ত্রী সুপ্রিয়া সাহা ও শ্বশুর গোপাল দত্ত ৷ তাঁরা স্কুটিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আসছিলেন । আজ তাঁদের কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল । 34 নম্বর জাতীয় সড়কের চুঁয়াপুরে দ্রুতগামী একটি লরি তাঁদের সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন 3 জন । চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান সকলে ।

পুলিশ দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার জেরে জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.