ETV Bharat / state

সুতিতে আগ্নেয়াস্ত্র ও হেরোইন সহ গ্রেপ্তার 3

মুর্শিদাবাদের সুতি থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ । তার কাছ থেকে চার রাউন্ড গুলি ও সাত কেজি বারুদ উদ্ধার হয় ৷

জ
ছবি
author img

By

Published : Jan 16, 2020, 3:25 PM IST

Updated : Jan 16, 2020, 3:58 PM IST

সুতি, 16 জানুয়ারি : আগ্নেয়াস্ত্র ও মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ । তার কাছ থেকে চার রাউন্ড গুলি ও সাত কেজি বারুদ উদ্ধার হয়েছে ৷ ধৃতের নাম জামাল শেখ (50) । গতরাতে সুতি থানার মদনামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

একই দিনে সুতি থানার খাঁপুর বটতলা এলাকা থেকে পাঁচ লিটার লিকুইড ফসফরাস ও তিনশো গ্রাম হেরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হলেন আবদুল লতিফ(32) ও তেনু দাস (30) । দু'জনেরই বাড়ি সুতি থানা এলাকায় ।

দেখুন ভিডিয়ো

জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, " গোপন সূত্রে খবর পেয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে তা তদন্ত করা হবে । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা ।"

সুতি, 16 জানুয়ারি : আগ্নেয়াস্ত্র ও মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ । তার কাছ থেকে চার রাউন্ড গুলি ও সাত কেজি বারুদ উদ্ধার হয়েছে ৷ ধৃতের নাম জামাল শেখ (50) । গতরাতে সুতি থানার মদনামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

একই দিনে সুতি থানার খাঁপুর বটতলা এলাকা থেকে পাঁচ লিটার লিকুইড ফসফরাস ও তিনশো গ্রাম হেরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হলেন আবদুল লতিফ(32) ও তেনু দাস (30) । দু'জনেরই বাড়ি সুতি থানা এলাকায় ।

দেখুন ভিডিয়ো

জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, " গোপন সূত্রে খবর পেয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে তা তদন্ত করা হবে । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা ।"

Intro:সুতিতে আগ্নেয়াস্ত্র ও হেরোইন সহ গ্রেপ্তার তিন। Body:সুতি - ২ টি সেভেন এমএম, তিনটি পিস্তল,
চার রাউন্ড গুলি ও সাত কেজি বারুদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। ধৃতের নাম জামাল শেখ(৫০)। বুধবার রাতে সুতি থানার মদনামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে এদিনই সুতি থানার খাঁপুর বটতলা এলাকা থেকে পাঁচ লিটার লিকুইড ফসফরাস ও ৩০০ গ্রাম হিরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন আব্দুল লতিফ(৩২) ও তেনু দাস(৩০)। তিনজনেরই বাড়ি সুতি থানার এলাকায়।
সাত দিনের পুলিশ হেফাজতের আবেদ। জামিয়ে ধৃতদের আজ জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো হয়েছে। জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,গোপন সূত্রে খবর পেয়ে ধৃদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত ধৃতদের পুলিশ হেফাজতে নিয়েই তদন্ত করা হবে। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।Conclusion:ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে
Last Updated : Jan 16, 2020, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.