ETV Bharat / state

কোটি টাকার ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেপ্তার 3 - yaba tablets

প্রায় 1 কোটি টাকা মূল্যের মাদক ট্যাবলেট-সহ ধৃত দিন ৷ আজ এই তিন জনকে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মাদক আইনের বিশেষ আদালতে তোলা হয়েছে ।

behrampur
কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার তিন
author img

By

Published : Jun 15, 2020, 2:20 PM IST

বহরমপুর ,15 জুন: বিপুল পরিমান মাদক ট্যাবলেট-সহ তিনজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ ও SOG টিম । ধৃতদের নাম জাকির হোসেন, জাব্বার শেখ ও মানিক সরকার ৷ ধৃতরা কোচবিহার থেকে ট্যাবলেট গুলি নিয়ে আসছিল মুর্শিদাবাদে । উদ্ধার হওয়া মাদক ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা ।

আজ, মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার শবরি রাজকুমার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, "গোপন সূত্রে খবর পেয়ে মাদক ট্যাবলেট-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চক্রের সঙ্গে জড়িতদের পাকড়াও করা হবে । গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিস ও SGO টিমের যৌথ উদ্যোগে 34 নম্বর জাতীয় সড়কের উপর বহরমপুর থানার রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর উপর থেকে একটি মারুতি গাড়ি সহ জাব্বার শেখ ও মানিক সরকার নামে দুই জনকে আটক করা হয় । তল্লাশি চালিয়ে 20 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জাকির হোসেন নামে আরও মাদক কারবারিকে গ্রেপ্তার করে । তার কাছ থেকে 12 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় । তিনজনকে গ্রেপ্তার করে মোট 32 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ।"

behrampur
পুলিশ সূত্রে খবর ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা

জানা গিয়েছে, ধৃত তিন ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায় ৷ ধৃতরা কোচবিহার থেকে ট্যাবলেটগুলি নিয়ে আসছিল মুর্শিদাবাদে । ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ মাদক আইনের বিশেষ আদালতে তোলা হয়েছে । পুলিশ সূত্রে খবর ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা ।

বহরমপুর ,15 জুন: বিপুল পরিমান মাদক ট্যাবলেট-সহ তিনজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ ও SOG টিম । ধৃতদের নাম জাকির হোসেন, জাব্বার শেখ ও মানিক সরকার ৷ ধৃতরা কোচবিহার থেকে ট্যাবলেট গুলি নিয়ে আসছিল মুর্শিদাবাদে । উদ্ধার হওয়া মাদক ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা ।

আজ, মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার শবরি রাজকুমার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, "গোপন সূত্রে খবর পেয়ে মাদক ট্যাবলেট-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চক্রের সঙ্গে জড়িতদের পাকড়াও করা হবে । গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিস ও SGO টিমের যৌথ উদ্যোগে 34 নম্বর জাতীয় সড়কের উপর বহরমপুর থানার রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর উপর থেকে একটি মারুতি গাড়ি সহ জাব্বার শেখ ও মানিক সরকার নামে দুই জনকে আটক করা হয় । তল্লাশি চালিয়ে 20 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জাকির হোসেন নামে আরও মাদক কারবারিকে গ্রেপ্তার করে । তার কাছ থেকে 12 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় । তিনজনকে গ্রেপ্তার করে মোট 32 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ।"

behrampur
পুলিশ সূত্রে খবর ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা

জানা গিয়েছে, ধৃত তিন ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায় ৷ ধৃতরা কোচবিহার থেকে ট্যাবলেটগুলি নিয়ে আসছিল মুর্শিদাবাদে । ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ মাদক আইনের বিশেষ আদালতে তোলা হয়েছে । পুলিশ সূত্রে খবর ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.