ETV Bharat / state

বহরমপুরে 3 হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার 3 - বহরমপুর পুলিশ

বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ জলঙ্গি সীমান্ত দিয়ে বাংলাদেশ পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের । তার আগেই ভাকুড়ি মোড়ে একটি স্করপিও আটকে নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ ।

3 arrested with banned cough syrup
বহরমপুরে
author img

By

Published : Feb 18, 2020, 7:40 PM IST

বহরমপুর, 18 ফেব্রুয়ারি : 3 হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ । গতকাল রাতে বহরমপুরের ভাকুড়ি মোড়ে একটি স্করপিও গাড়িকে আটক করে পুলিশ৷ ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল উদ্ধার হয় ।

গ্রেপ্তার করা হয় সুশান্ত মণ্ডল (গাড়ির চালক), ওহিদুল রহমান ও সাইফুল ইসলামকে । সুশান্তর বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ, বাকি দু'জন জলঙ্গি থানার ধনিরামপুরের বাসিন্দা । আজ তাদের মাদক আইনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বিশেষ আদালতে তোলা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ কাফ সিরাপের ওই বোতলগুলি নদিয়া থেকে আনা হয়েছিল। জলঙ্গি সীমান্ত দিয়ে সেগুলি বাংলাদেশ পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের । তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে রাতে জাতীয় সড়কে ভাকুড়ি মোড়ে নাকা চেকিং বসায় বহরমপুর পুলিশ ৷ সেই সময় সন্দেহজনক মনে হওয়ায় স্করপিওটিকে আটকানো হয় ৷ এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 3 হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ।

বহরমপুর, 18 ফেব্রুয়ারি : 3 হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ । গতকাল রাতে বহরমপুরের ভাকুড়ি মোড়ে একটি স্করপিও গাড়িকে আটক করে পুলিশ৷ ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল উদ্ধার হয় ।

গ্রেপ্তার করা হয় সুশান্ত মণ্ডল (গাড়ির চালক), ওহিদুল রহমান ও সাইফুল ইসলামকে । সুশান্তর বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ, বাকি দু'জন জলঙ্গি থানার ধনিরামপুরের বাসিন্দা । আজ তাদের মাদক আইনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বিশেষ আদালতে তোলা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ কাফ সিরাপের ওই বোতলগুলি নদিয়া থেকে আনা হয়েছিল। জলঙ্গি সীমান্ত দিয়ে সেগুলি বাংলাদেশ পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের । তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে রাতে জাতীয় সড়কে ভাকুড়ি মোড়ে নাকা চেকিং বসায় বহরমপুর পুলিশ ৷ সেই সময় সন্দেহজনক মনে হওয়ায় স্করপিওটিকে আটকানো হয় ৷ এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 3 হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.