বহরমপুর, ২৭ ফেব্রুয়ারি : বাস উলটে গুরুতর আহত হলেন ২২ জন যাত্রী। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বহরমপুর হরিহরপাড়া রাজ্য সড়কের উপর বহরমপুর থানার কাঁটাবাগানে। আহত যাত্রীদের বাসের জানালা ভেঙে বের করে আনেন স্থানীয় বাসিন্দারা। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। সাতজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে বাসটিকে উদ্ধার করে।
আজ সকালে বেসরকারি বাসটি বহরমপুর থেকে নদিয়ার করিমপুরের দিকে যাচ্ছিল। বাসযাত্রীরা জানায়, বহরমপুর থেকেই ভিড় ছিল বাসটিতে। কাঁটাবাগানে এসে চালক বিপরীতমুখী একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। তারপরই রাস্তার ধারে খাদে উলটে যায়। স্থানীয় বাসিন্দারা বাসের জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে। দু'জন শিশু, চারজন মহিলাসহ প্রায় ২২জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।
একই সময়ে কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর গোকর্নে বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দু'জন বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি। কান্দি থানার পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। তবে চালক ও খালাসি পলাতক।