ETV Bharat / state

৪৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার 2 পাচারকারী - ভারত বাংলাদেশ সীমান্ত

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর বাসস্ট্য়ান্ডে অভিযান চালায় পুলিশ ৷ সেখানেই সন্দেহভাজন ওই দু’জনের তল্লাশি চালালে দু’টি ব্য়াগ থেকে মোট 440 বোতল ফেনসিডিল উদ্ধার হয় ৷ বহরমপুর থেকে ফেনসিডিলের বোতলগুলি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল অভিযুক্তরা ৷

2_smugler_arrested_with_phensedyl_in_islampur_murshidabad
৪৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার 2 পাচারকারী
author img

By

Published : Nov 22, 2020, 8:04 PM IST

ইসলামপুর, 22 নভেম্বর : ফেনসিডিল পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল 2 পাচারকারী ৷ উদ্ধার করা হয়েছে মোট 440 বোতল ফেনসিডিল ৷ মুর্শিদাবাদের ইসলামপুর বাসস্ট্য়ান্ড থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরা সীমান্তা পেরিয়ে বাংলাদেশে সেগুলি পাচারের জন্য় নিয়ে যাচ্ছিল বলে জানতে পেরেছ পুলিশ ৷

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর বাসস্ট্য়ান্ডে অভিযান চালায় পুলিশ ৷ সেখানেই সন্দেহভাজন ওই দু’জনের তল্লাশি চালালে দু’টি ব্য়াগ থেকে মোট 440 বোতল ফেনসিডিল উদ্ধার হয় ৷ বহরমপুর থেকে ফেনসিডিলের বোতলগুলি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল অভিযুক্তরা ৷ পুলিশ সূত্রে খবর এরা আগেও নিষিদ্ধ মাদক পাচার করেছে ৷ ধৃতদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল এবং বিষ্ণুপদ মণ্ডল ৷ এদের দু’জনের বাড়ি রানীনগর তজানার চরে ৷ এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ ৷ এদিন ধৃতদের বিশেষ আদালতে তোলা হলে পুলিশ 10দিনের হেপাজত চায় ৷ তবে, বিচারক তাদের 7 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

ইসলামপুর, 22 নভেম্বর : ফেনসিডিল পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল 2 পাচারকারী ৷ উদ্ধার করা হয়েছে মোট 440 বোতল ফেনসিডিল ৷ মুর্শিদাবাদের ইসলামপুর বাসস্ট্য়ান্ড থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরা সীমান্তা পেরিয়ে বাংলাদেশে সেগুলি পাচারের জন্য় নিয়ে যাচ্ছিল বলে জানতে পেরেছ পুলিশ ৷

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর বাসস্ট্য়ান্ডে অভিযান চালায় পুলিশ ৷ সেখানেই সন্দেহভাজন ওই দু’জনের তল্লাশি চালালে দু’টি ব্য়াগ থেকে মোট 440 বোতল ফেনসিডিল উদ্ধার হয় ৷ বহরমপুর থেকে ফেনসিডিলের বোতলগুলি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল অভিযুক্তরা ৷ পুলিশ সূত্রে খবর এরা আগেও নিষিদ্ধ মাদক পাচার করেছে ৷ ধৃতদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল এবং বিষ্ণুপদ মণ্ডল ৷ এদের দু’জনের বাড়ি রানীনগর তজানার চরে ৷ এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ ৷ এদিন ধৃতদের বিশেষ আদালতে তোলা হলে পুলিশ 10দিনের হেপাজত চায় ৷ তবে, বিচারক তাদের 7 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.