ইসলামপুর, 9 জুন : মুর্শিদাবাদের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ । যার জেরে জখম তৃণমূলের দুই স্থানীয় নেতা । তাদের ভরতি করা হয়েছে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে । পঞ্চায়েত প্রধান ও তার দলবল ওই দুইজনের উপর হামলা চালায় বলে অভিযোগ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীরা । এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।
ইসলামপুরে বাংলার গর্ব মমতা শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচীতে যোগদান ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় ৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করে দলেরই পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীরা । যে দুইজন জখম হয়েছে তাদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যার স্বামী ও অন্যজন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ।
জানা গেছে, গতকাল বিকেলে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৌমিক হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয় । সেখানে যোগ দিতে যাওয়ার পথে 6 তৃণমূল কর্মীর পথ আটকানো হয় ৷ অভিযোগ, তাদের মারধর করে পাহাড়পুর পঞ্চায়েত প্রধান নেতাজুল ইসলাম ও তার অনুগামীরা ৷ আক্রান্তরা ইসলামপুর থানায় অভিযোগ করে বাড়ি ফেরছিল । সেই সময় ফের তাদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ । পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ।