ETV Bharat / state

মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, প্রতিবাদে জাতীয় সড়ক আবরোধ - মুর্শিদাবাদে পথ দুর্ঘাটনা

রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দু'জনের । আহত আরও এক ৷

Murshidabad
মুর্শিদাবাদে পথ দুর্ঘাটনা
author img

By

Published : Feb 16, 2020, 9:39 PM IST

রেজিনগর, 16 ফেব্রুয়ারি : রেজিনগরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি ও তাঁর চার বছরের শিশুর । গুরুতর আহত হয়েছে তাঁর এক সন্তান । রেজিনগরের কাছে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম হুদাললিল মল্লিক ৷ মৃত শিশুর নাম নুর হোসেন শেখ ।

দুর্ঘটনায় আহত আরও এক শিশুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভরতি করা হয়েছে । মৃত ব্যক্তি রেজিনগর থানার তকিপুর এলাকার বাসিন্দা । তিনি দিনমজুরের কাজ করতেন ৷ আজ বিকেলে দুই ছেলেকে নিয়ে সাইকেলে শ্বশুরবাড়ি থেকে তকিপুর ফিরছিলেন ।

জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দশ চাকার লরি তাদের পিষে দেয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । গুরুতর আহত অবস্থায় আরেক শিশুকে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ পরে ওই শিশুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় । দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় রেজিনগর মোড়ে । জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দা । পর রেজিনগর ও বেলডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় RAF ৷

রেজিনগর, 16 ফেব্রুয়ারি : রেজিনগরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি ও তাঁর চার বছরের শিশুর । গুরুতর আহত হয়েছে তাঁর এক সন্তান । রেজিনগরের কাছে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম হুদাললিল মল্লিক ৷ মৃত শিশুর নাম নুর হোসেন শেখ ।

দুর্ঘটনায় আহত আরও এক শিশুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভরতি করা হয়েছে । মৃত ব্যক্তি রেজিনগর থানার তকিপুর এলাকার বাসিন্দা । তিনি দিনমজুরের কাজ করতেন ৷ আজ বিকেলে দুই ছেলেকে নিয়ে সাইকেলে শ্বশুরবাড়ি থেকে তকিপুর ফিরছিলেন ।

জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দশ চাকার লরি তাদের পিষে দেয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । গুরুতর আহত অবস্থায় আরেক শিশুকে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ পরে ওই শিশুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় । দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় রেজিনগর মোড়ে । জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দা । পর রেজিনগর ও বেলডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় RAF ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.