ETV Bharat / state

শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ মুর্শিদাবাদের 2 CRPF জওয়ান - 2 CRPF personnel from Murshidabad killed in militant attack

বুধবার জঙ্গি হামলায় শহিদ হন মুর্শিদাবাদের দুই CRPF জওয়ান রানা মণ্ডল(29) ও জিয়াউর হক(35)। রানা মণ্ডলের বাড়ি জলঙ্গি থানার সাহেব রামপুর এলাকায় । জিয়াউর হক রেজিনগর থানার গোপালপুরের বাসিন্দা । দু'জনেই CRPF-এর 37 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত । আগামীকাল তাঁদের দেহ মুর্শিদাবাদের বাড়িতে নিয়ে আসা হবে।

শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত মুর্শিদাবাদের দুই crpf জওয়ানের
শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত মুর্শিদাবাদের দুই crpf জওয়ানের
author img

By

Published : May 21, 2020, 5:33 PM IST

মুর্শিদাবাদ, 21 মে: ডিউটি শেষে ইফতারের ফল কিনতে বেরিয়েছিলেন । ঠিক তখনই জঙ্গিদের হামলায় মৃত্যু হয় শ্রীনগরে কর্মরত মুর্শিদাবাদের দুই CRPF জওয়ানের ।

বুধবার জঙ্গি হামলায় শহিদ হন মুর্শিদাবাদের দুই CRPF জওয়ান রানা মণ্ডল(29) ও জিয়াউর হক(35)। রানা মণ্ডলের বাড়ি জলঙ্গি থানার সাহেব রামপুর এলাকায় । জিয়াউর হক রেজিনগর থানার গোপালপুরের বাসিন্দা । দু'জনেই CRPF-এর 37 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত । আগামীকাল তাঁদের দেহ মুর্শিদাবাদের বাড়িতে নিয়ে আসা হবে।

জানা গেছে, বুধবার ডিউটি সেরে ইফতারের জন্য ফল কিনতে গিয়েছিলেন দু'জনে । তখনই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় রানা ও জিয়াউর হকের । বিকেল নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁদের । বুধবার রাত 9টা নাগাদ দুই পরিবারের কাছে মৃত্যুর খবর আসে ।

29 বছরের রানা মণ্ডল 7 বছর আগে CRPF-এ যোগ দিয়েছিলেন । বছর চারেক আগে তাঁর বিয়ে হয় । তাঁর 6 মাসের এক সন্তান রয়েছে । অন্যদিকে জিয়াউর রহমানের 3 সন্তান রয়েছে । ইদে দু'জনেরই বাড়ি ফেরার কথা ছিল ।

মুর্শিদাবাদ, 21 মে: ডিউটি শেষে ইফতারের ফল কিনতে বেরিয়েছিলেন । ঠিক তখনই জঙ্গিদের হামলায় মৃত্যু হয় শ্রীনগরে কর্মরত মুর্শিদাবাদের দুই CRPF জওয়ানের ।

বুধবার জঙ্গি হামলায় শহিদ হন মুর্শিদাবাদের দুই CRPF জওয়ান রানা মণ্ডল(29) ও জিয়াউর হক(35)। রানা মণ্ডলের বাড়ি জলঙ্গি থানার সাহেব রামপুর এলাকায় । জিয়াউর হক রেজিনগর থানার গোপালপুরের বাসিন্দা । দু'জনেই CRPF-এর 37 নম্বর ব্যাটেলিয়নে কর্মরত । আগামীকাল তাঁদের দেহ মুর্শিদাবাদের বাড়িতে নিয়ে আসা হবে।

জানা গেছে, বুধবার ডিউটি সেরে ইফতারের জন্য ফল কিনতে গিয়েছিলেন দু'জনে । তখনই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় রানা ও জিয়াউর হকের । বিকেল নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁদের । বুধবার রাত 9টা নাগাদ দুই পরিবারের কাছে মৃত্যুর খবর আসে ।

29 বছরের রানা মণ্ডল 7 বছর আগে CRPF-এ যোগ দিয়েছিলেন । বছর চারেক আগে তাঁর বিয়ে হয় । তাঁর 6 মাসের এক সন্তান রয়েছে । অন্যদিকে জিয়াউর রহমানের 3 সন্তান রয়েছে । ইদে দু'জনেরই বাড়ি ফেরার কথা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.