সামশেরগঞ্জ, 15 জুন : দেড় লাখ টাকার জাল নোট সহ দু‘জনকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ । ধুলিয়ান ফেরিঘাট থেকে তাদের গ্রেফতার করা হয় ।
ধৃতদের নাম লিফটন শেখ ও সাবিরুদ্দিন শেখ । লিফটন শেখের বাড়ি ফরাক্কা থানার অর্জুনপুরে । সাবিরুদ্দিন ফরাক্কা থানার রামকৃষ্ণপুরের বাসিন্দা । আজ দু‘জনকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ।
দিনকয়েক আগে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর থেকে 30 লাখ টাকার জাল নোট বাজেয়াপ্ত করে বিএসএফ-এর (BSF) 78 নম্বর ব্যাটেলিয়ন । আন্তর্জাতিক সীমান্ত দিয়ে একটি জাল টাকা ভর্তি ব্যাগ ছুড়ে দেওয়া হয় ৷ সেই টাকা পাচারকারীদের হাতে আসার আগে বিএসএফ উদ্ধার করে । সূত্রের খবর, মালদা সীমান্ত দিয়ে এভাবেই অবাধে কোটি টাকার জাল নোট ঢুকছে ভারতে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জাল নোট পাচারকারী বৈষ্ণবনগর থেকে জাল নোট সংগ্রহ করে নদীপথে ধুলিয়ান ফেরিঘাটে পৌঁছায় । সেখানেই দু‘জনকে পাকড়াও করে পুলিশ । তাদের তল্লাশি চালিয়ে মেলে 300টি 500 টাকার জাল নোট ।
আরও পড়ুন: 2 লাখ টাকার জাল নোট-সহ গ্রেফতার বিহারের বাসিন্দা
পুলিশের অনুমান, নোটগুলি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ায় উদ্দেশ্য ছিল অভিযুক্তদের । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে ৷