মুর্শিদাবাদ, 25 জুলাই : মুর্শিদাবাদ আজ নতুন করে আরও 16 জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল। আক্রান্ত সকলকে মুর্শিদাবাদের দুটি কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে।
কোরোনা আক্রান্তরা হলেন বেলডাঙা 1 নম্বর ব্লকের 7 জন, বড়ঞা ব্লকের 3 জন, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের 2 জন, সুতি 1 নম্বর ব্লকের 2 জন, খড়গ্রাম ব্লকের 1 জন ও লালগোলা ব্লকের 1 জন। 25 জুলাই জেলা স্বাস্থ দপ্তরের প্রকাশিত ডেইলি বুলেটিন অনুযায়ী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 534 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 126 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 405 জন।
চলতি সপ্তাহেই নতুন করে আক্রান্তের সংখ্যা 150 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা যত বাড়ছে এতদিন কান্দি মহকুমায় আক্রান্তের সংখ্যা কম ছিল। চলতি সপ্তাহে কান্দি মহকুমা এলাকায় কোরোনা আক্রান্ত হুহু করে বাড়ছে। ইতিমধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে কান্দি মহকুমার এক প্রসূতির। মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে গতকাল মৃত্যু হয়েছে বড়ঞা ব্লকের পাঁচথুপীর এক রোগীর। মৃত্যুর পর ওই রোগীর লালারসের নমূনা সংগ্রহ করা হয়েছে। এখনও তার রিপোর্ট আসেনি।