সালার, 19 জুলাই : তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আহত 16 । মুর্শিদাবাদের সালারের ঘটনা । যুব তৃণমূল কর্মীদের সাথে মূল তৃণমূলের কর্মীদের সংঘর্ষ বাধে । আহত হয়েছেন যুব তৃণমূল সভাপতি আনারুল ইসলামসহ একাধিক নেতৃত্ব ।
ঘটনায় উভয় পক্ষের 16 জন আহত হন । যুবর 12 এবং মূল সংগঠনের 4 জন আহত হন । সালার থানার পুলিশ ঘটনার প্রেক্ষিতে কয়েকজনকে আটক করেছে । অভিযোগ, সালার ব্লক যুব তৃণমূল সভাপতিকে মারধর করে মূল সংগঠনের নেতাকর্মীরা । আহতদের চিকিৎসার জন্য সালার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আনারুল ইসলাম বলেন, তৃণমূলের মূল সংগঠন থেকে আর কোনও নতুন যুব সংগঠন তৈরি হোক তা চায় না । আর সে কারণেই সালার থেকে ভরতপুর আসার পথে তাঁদের উপর আক্রমণ হয় ।
অন্যদিকে মূল সংগঠনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন সিজার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন, এটা কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়, নিছকই গ্রামীণ একটি বিষয় ।
জানা গেছে, ভরতপুর 1 ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষের প্রতিনিধি নজরুল ইসলামের উদ্যোগে ভরতপুর সিজগ্রাম মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন ছিল আজ । সেখানে ভরতপুর ব্লকের সমস্ত যুব নেতৃত্বরা উপস্থিত ছিলেন । 21 জুলাইয়ের প্রস্তুতি নিয়ে নির্দেশ দিতে সকল দলীয় নেতৃত্ব ও কর্মীদের ডাকা হয় । সেখানেই তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ বাধে । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।