বড়ঞা, 18 মে : বন্ধুদের সঙ্গে মোবাইল গেম ফায়ার ফক্স খেলতে গিয়ে মোবাইল চার্জ শেষ হয়ে যায় । দৌড়ে বাড়িতে এসে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের । মঙ্গলবার দুপুরের মর্মান্তিক ঘটনাটি বড়ঞা থানার খোরজুনা গ্রামের । মৃত কিশোরের নাম নুর মহম্মদ (14) । পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিসৎকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরের খাবারের পর মোবাইল নিয়ে গ্রামের মণ্ডপে বন্ধুদের সঙ্গে মোবাইল গেম খেলছিল নুর মহম্মদ । মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় বাড়িতে ছুটে আসে চার্জের জন্য । চার্জ দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর । তড়িঘড়ি বাড়ির মেন সুইচ অফ করে তাকে উদ্ধার করা হয় । সঙ্গে সঙ্গে কান্দি মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : হাওড়া শহরে হকারদের টিকাকরণ শুরু
মাটির বাড়ির মেঝে ভিজে থাকায় এবং নুর মহম্মদ খালি পায়ে থাকায় বিপত্তি ঘটে বলে অনুমান পরিবারের । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ।