ইসলামপুর, 24 জানুয়ারি : 100 বোতল ফেনসিডিল উদ্ধার করল মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ । একটি বাইকে করে ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশের সন্দেহ, বাংলাদেশে পাচার করার জন্য ওই ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনায় আটক এক ।
গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ইসলামপুর থানার নবাবগঞ্জ এলাকা থেকে 100 বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম অরুণ মণ্ডল । তার বাড়ি রানিনগর থানা এলাকায় ।
প্রসঙ্গত, বাংলাদেশে এই ফেনসিডিল মাদকের ব্যাপক চাহিদা । এই নেশায় আসক্ত যুব সমাজ । দু'দেশের গোয়েন্দাদের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে প্রচুর ফেনসিডিল উদ্ধার করেছে BSF । তারপরও জারি রয়েছে ফেনসিডিল পাচারে স্মাগলারদের চোরাগোপ্তা কারবার । গোয়েন্দাদের দাবি, এই বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।
পুলিশের অনুমান, উদ্ধার হওয়া 100 বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । কে বা কারা এই পাচারের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।