ETV Bharat / state

পাচারের আগেই উদ্ধার 100 বোতল ফেনসিডিল, আটক 1

author img

By

Published : Jan 24, 2020, 7:57 PM IST

বানচাল পাচারের ছক । ইসলামপুর থানার নবাবগঞ্জ এলাকা থেকে একটি বাইকে 100 বোতল ফেনসিডিল উদ্ধার করল পুলিশ । পুলিশের সন্দেহ, বাংলাদেশে পাচার করার জন্যই ওই ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনায় আটক এক ।

100 bottles of phensedyl seized
উদ্ধার 100 বোতল ফেনসিডিল

ইসলামপুর, 24 জানুয়ারি : 100 বোতল ফেনসিডিল উদ্ধার করল মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ । একটি বাইকে করে ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশের সন্দেহ, বাংলাদেশে পাচার করার জন্য ওই ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনায় আটক এক ।

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ইসলামপুর থানার নবাবগঞ্জ এলাকা থেকে 100 বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম অরুণ মণ্ডল । তার বাড়ি রানিনগর থানা এলাকায় ।

প্রসঙ্গত, বাংলাদেশে এই ফেনসিডিল মাদকের ব্যাপক চাহিদা । এই নেশায় আসক্ত যুব সমাজ । দু'দেশের গোয়েন্দাদের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে প্রচুর ফেনসিডিল উদ্ধার করেছে BSF । তারপরও জারি রয়েছে ফেনসিডিল পাচারে স্মাগলারদের চোরাগোপ্তা কারবার । গোয়েন্দাদের দাবি, এই বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।

পুলিশের অনুমান, উদ্ধার হওয়া 100 বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । কে বা কারা এই পাচারের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।

ইসলামপুর, 24 জানুয়ারি : 100 বোতল ফেনসিডিল উদ্ধার করল মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ । একটি বাইকে করে ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশের সন্দেহ, বাংলাদেশে পাচার করার জন্য ওই ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনায় আটক এক ।

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ইসলামপুর থানার নবাবগঞ্জ এলাকা থেকে 100 বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম অরুণ মণ্ডল । তার বাড়ি রানিনগর থানা এলাকায় ।

প্রসঙ্গত, বাংলাদেশে এই ফেনসিডিল মাদকের ব্যাপক চাহিদা । এই নেশায় আসক্ত যুব সমাজ । দু'দেশের গোয়েন্দাদের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে প্রচুর ফেনসিডিল উদ্ধার করেছে BSF । তারপরও জারি রয়েছে ফেনসিডিল পাচারে স্মাগলারদের চোরাগোপ্তা কারবার । গোয়েন্দাদের দাবি, এই বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।

পুলিশের অনুমান, উদ্ধার হওয়া 100 বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । কে বা কারা এই পাচারের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।

Intro:১০০ বতল ফেনসিডিল সহ এক ব্যাক্তিকে আটক করলো ইসলামপুর থানার পুলিশBody:১০০ বতল ফেনসিডিল সহ এক ব্যাক্তিকে আটক করলো ইসলামপুর থানার পুলিশ

বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার নবাবগঞ্জ এলাকা থেকে একটি মটর বাইকে ১০০ বতল ফেনসিডিল সহ এক ব্যাক্তিকে আটক করলো ইসলামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আটক ব্যাক্তির নাম অরুণ মণ্ডল এবং তার বাড়ি রানিনগর এলাকায়। পুলিশের অনুমান এই গুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটি ঘটার পর কে বা কারা এর সঙ্গে জড়িত আছে তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।Conclusion:ঘটনাটি ঘটার পর কে বা কারা এর সঙ্গে জড়িত আছে তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.