ETV Bharat / state

Youth Arrested: প্রেমিকার দাদাকে খুন করতে ইউটিউব দেখে বোমা তৈরি, ধৃত যুবক

প্রতিহিংসার আগুনে প্রেমিকার দাদাকে খুন করতে ইউটিউব দেখে বোমা তৈরি করল যুবক ৷ বিস্ফোরণে রক্ষা পেলেন দাদা ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক (Youth Arrested) ৷

Youth makes bomb to kill his lovers brother in Malda
Youth makes bomb to kill his lovers brother in Malda
author img

By

Published : Sep 8, 2022, 9:36 PM IST

মালদা, 8 সেপ্টেম্বর: এলাকারই এক স্কুলছাত্রীকে ভালো লাগত তার ৷ বিভিন্ন সময় ওই ছাত্রীর পিছনে বেশ কিছুদিন ঘোরাঘুরিও করেছে সে ৷ মেয়েটির মনও নাকি কিছুটা নরম হয়েছিল ৷ কিন্তু সেকথা জানতে পারেন মেয়েটির দাদা ৷ তিনি ওই যুবককে সাবধান করেন ৷ তাতে কাজ না হওয়ায় তিনি নাকি একদিন হাঁসুয়া নিয়ে ওই যুবকের দিকে তেড়েও যান ৷

এসবের মধ্যেই ওই ছাত্রী যুবকের ছায়া থেকে সরে আসে ৷ এতেই প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে কালাচাঁদ হালদার নামে বছর 24'র ওই যুবকের মনে ৷ প্রেমিকার দাদাকে শিক্ষা দিতে বোমা বানানোর পরিকল্পনা নেয় সে ৷ ইউটিউবে বোমা তৈরির কৌশল দেখে সেই পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করে প্রেসার বোমা বানিয়েও ফেলে ৷

সে জানত, কাজ সেরে বেশি রাতে নদীর ধারের রাস্তা দিয়ে একাই বাড়িতে ফেরে তার প্রেমিকার দাদা ৷ সেই মতো নকশা সাজায় সে ৷ ওই রাস্তায় তার নিজের তৈরি প্রেসার বোমা বসিয়ে রাখে ৷ কিন্তু রাখে হরি, মারে কে ৷ তার প্রেমিকার দাদা বাড়ি ফেরার আগেই সেই বোমা ফেটে যায় ৷ কেঁপে ওঠে গোটা এলাকা ৷ বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় দু’কিলোমিটার দূর থেকেও ৷ শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ছে ইউটিউবে শেখা বোমার কারিগর ৷ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে (Youth makes bomb to kill his lovers brother) ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের পাবনা পাড়ায় ৷

মালদা থানার পুলিশের তরফে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত 10টা নাগাদ মহানন্দা নদীর ধারে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পাবনা পাড়া এলাকা ৷ খবর পেয়ে সেই রাতে পুলিশ ঘটনাস্থলেও যায় ৷ কিন্তু সেই রাতে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি ৷ পরদিন তদন্ত চালিয়ে উঠে আসে গোটা কাহিনি ৷

ঘটনাস্থল থেকে ব্যবহৃত বোমার সামগ্রীও উদ্ধার হয়েছে ৷ সেদিন কালাচাঁদ তার প্রেমিকার দাদাকে খুনের উদ্দেশ্যেই রাস্তার ধারে নিজের তৈরি প্রেসার বোমা রেখেছিল ৷ নির্দিষ্ট সময় সেখান দিয়ে যাচ্ছিল জিৎ বিশ্বাস নামে একটি ছেলে ৷ অন্ধকারে তাকেই প্রেমিকার দাদা বলে ভুল করে কালাচাঁদ ৷ সে বোমাটিকে ইলেকট্রিক ডিভাইস দিয়ে চার্জও করে ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যায় জিৎ ৷ এই ঘটনায় কালাচাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টা, 120B ধারায় দুষ্কর্মের ষড়যন্ত্র এবং এক্সপ্লোসিভ অ্যাক্টের 3 ও 4 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

প্রেমিকার দাদাকে খুন করতে ইউটিউব দেখে বোমা তৈরি, ধৃত যুবক

জিৎ বলে, "সেই রাতে রাস্তার উপর একটা বাঁশ রাখা ছিল ৷ আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁশটি আমার পায়ে লাগে ৷ খানিকটা এগিয়ে যেতেই প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয় ৷ সেটা বোমা ছিল কিনা আমি জানি না ৷ তবে এখানে হাঁড়ি, তার সহ আরও কিছু জিনিস ছিল ৷ সেসব পুলিশ নিয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: মালদায় সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক অভিযুক্ত মহিলা

এদিকে ধৃত কালাচাঁদ স্বীকার করে নিয়েছে, সে’ই এই বোমা তৈরি করেছিল ৷ আদালতে যাওয়ার পথে সে বলে, "প্রেমিকার দাদা আমাকে হাঁসুয়া নিয়ে তাড়া করেছিল৷ ওকে শিক্ষা দিতেই ইউটিউব থেকে বোমা বানানো শিখেছিলাম ৷ সেই মতো বোমা বানিয়ে রাস্তার উপর রেখে দিই ৷ তবে ওকে মেরে ফেলার জন্য নয়, শুধু ভয় দেখাতে এই কাজ করেছিলাম ৷"

মালদা, 8 সেপ্টেম্বর: এলাকারই এক স্কুলছাত্রীকে ভালো লাগত তার ৷ বিভিন্ন সময় ওই ছাত্রীর পিছনে বেশ কিছুদিন ঘোরাঘুরিও করেছে সে ৷ মেয়েটির মনও নাকি কিছুটা নরম হয়েছিল ৷ কিন্তু সেকথা জানতে পারেন মেয়েটির দাদা ৷ তিনি ওই যুবককে সাবধান করেন ৷ তাতে কাজ না হওয়ায় তিনি নাকি একদিন হাঁসুয়া নিয়ে ওই যুবকের দিকে তেড়েও যান ৷

এসবের মধ্যেই ওই ছাত্রী যুবকের ছায়া থেকে সরে আসে ৷ এতেই প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে কালাচাঁদ হালদার নামে বছর 24'র ওই যুবকের মনে ৷ প্রেমিকার দাদাকে শিক্ষা দিতে বোমা বানানোর পরিকল্পনা নেয় সে ৷ ইউটিউবে বোমা তৈরির কৌশল দেখে সেই পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করে প্রেসার বোমা বানিয়েও ফেলে ৷

সে জানত, কাজ সেরে বেশি রাতে নদীর ধারের রাস্তা দিয়ে একাই বাড়িতে ফেরে তার প্রেমিকার দাদা ৷ সেই মতো নকশা সাজায় সে ৷ ওই রাস্তায় তার নিজের তৈরি প্রেসার বোমা বসিয়ে রাখে ৷ কিন্তু রাখে হরি, মারে কে ৷ তার প্রেমিকার দাদা বাড়ি ফেরার আগেই সেই বোমা ফেটে যায় ৷ কেঁপে ওঠে গোটা এলাকা ৷ বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় দু’কিলোমিটার দূর থেকেও ৷ শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ছে ইউটিউবে শেখা বোমার কারিগর ৷ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে (Youth makes bomb to kill his lovers brother) ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের পাবনা পাড়ায় ৷

মালদা থানার পুলিশের তরফে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত 10টা নাগাদ মহানন্দা নদীর ধারে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পাবনা পাড়া এলাকা ৷ খবর পেয়ে সেই রাতে পুলিশ ঘটনাস্থলেও যায় ৷ কিন্তু সেই রাতে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি ৷ পরদিন তদন্ত চালিয়ে উঠে আসে গোটা কাহিনি ৷

ঘটনাস্থল থেকে ব্যবহৃত বোমার সামগ্রীও উদ্ধার হয়েছে ৷ সেদিন কালাচাঁদ তার প্রেমিকার দাদাকে খুনের উদ্দেশ্যেই রাস্তার ধারে নিজের তৈরি প্রেসার বোমা রেখেছিল ৷ নির্দিষ্ট সময় সেখান দিয়ে যাচ্ছিল জিৎ বিশ্বাস নামে একটি ছেলে ৷ অন্ধকারে তাকেই প্রেমিকার দাদা বলে ভুল করে কালাচাঁদ ৷ সে বোমাটিকে ইলেকট্রিক ডিভাইস দিয়ে চার্জও করে ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যায় জিৎ ৷ এই ঘটনায় কালাচাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টা, 120B ধারায় দুষ্কর্মের ষড়যন্ত্র এবং এক্সপ্লোসিভ অ্যাক্টের 3 ও 4 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

প্রেমিকার দাদাকে খুন করতে ইউটিউব দেখে বোমা তৈরি, ধৃত যুবক

জিৎ বলে, "সেই রাতে রাস্তার উপর একটা বাঁশ রাখা ছিল ৷ আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁশটি আমার পায়ে লাগে ৷ খানিকটা এগিয়ে যেতেই প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয় ৷ সেটা বোমা ছিল কিনা আমি জানি না ৷ তবে এখানে হাঁড়ি, তার সহ আরও কিছু জিনিস ছিল ৷ সেসব পুলিশ নিয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: মালদায় সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক অভিযুক্ত মহিলা

এদিকে ধৃত কালাচাঁদ স্বীকার করে নিয়েছে, সে’ই এই বোমা তৈরি করেছিল ৷ আদালতে যাওয়ার পথে সে বলে, "প্রেমিকার দাদা আমাকে হাঁসুয়া নিয়ে তাড়া করেছিল৷ ওকে শিক্ষা দিতেই ইউটিউব থেকে বোমা বানানো শিখেছিলাম ৷ সেই মতো বোমা বানিয়ে রাস্তার উপর রেখে দিই ৷ তবে ওকে মেরে ফেলার জন্য নয়, শুধু ভয় দেখাতে এই কাজ করেছিলাম ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.