ETV Bharat / state

Fake Notes : মালদায় 6 লাখ টাকার জাল নোট-সহ ধৃত 1 - লক্ষাধিক টাকার জাল নোট-সহ ধৃত 1

লক্ষাধিক টাকার জাল নোট-সহ পুলিশের জালে ধরা পড়ল বছর বাইশের এক যুবক ৷ নিজেদের হেফাজতে চেয়ে আজ ধৃতকে আদালতে পেশ করবে পুলিশ ৷

মালদা
মালদা
author img

By

Published : Aug 18, 2021, 2:36 PM IST

মালদা, 18 অগস্ট : ছয় লাখ টাকার জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করল গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ । পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

সূত্রের খবর মারফত, ভোররাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ দুইশত বিঘি এলাকায় হানা দেয় । সেখানে বছর বাইশের যুবক ক্ষুদিরাম মণ্ডল ওরফে রিঙ্কুর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ছয় লাখ টাকার জাল নোট । তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় রিঙ্কুকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এই জাল নোট কারবারের বিষয়ে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ ।

তবে ধৃত যুবকের থেকে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশের অনুমান । তদন্তের স্বার্থে এখনই কোনও তথ্য সামনে আনতে রাজি নন তদন্তকারী অফিসাররা । কালিয়াচক থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ হানা দিয়ে রিঙ্কু মণ্ডলের বাড়ি থেকে 6 লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি দু'হাজার টাকার ।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 489B/489C/120B নং ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃত ব্যক্তির কাছে এত সংখ্যক জালনোট কোথা থেকে এল এবং তা কোথায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তা জানতে ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

আরও পড়ুন : Fake job consultancy : চাকরি প্রতারণা চক্রের হদিশ মালদায়, গ্রেফতার 5

মালদা, 18 অগস্ট : ছয় লাখ টাকার জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করল গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ । পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

সূত্রের খবর মারফত, ভোররাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ দুইশত বিঘি এলাকায় হানা দেয় । সেখানে বছর বাইশের যুবক ক্ষুদিরাম মণ্ডল ওরফে রিঙ্কুর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ছয় লাখ টাকার জাল নোট । তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় রিঙ্কুকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এই জাল নোট কারবারের বিষয়ে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ ।

তবে ধৃত যুবকের থেকে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশের অনুমান । তদন্তের স্বার্থে এখনই কোনও তথ্য সামনে আনতে রাজি নন তদন্তকারী অফিসাররা । কালিয়াচক থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ হানা দিয়ে রিঙ্কু মণ্ডলের বাড়ি থেকে 6 লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি দু'হাজার টাকার ।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 489B/489C/120B নং ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃত ব্যক্তির কাছে এত সংখ্যক জালনোট কোথা থেকে এল এবং তা কোথায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তা জানতে ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

আরও পড়ুন : Fake job consultancy : চাকরি প্রতারণা চক্রের হদিশ মালদায়, গ্রেফতার 5

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.