মালদা, 27 ফেব্রুয়ারি : রান্না করার সময় যুবতির শাড়িতে আগুন লেগে যায় । তাঁকে বাঁচাতে যান শাশুড়ি । কিন্তু ব্যর্থ হয় চেষ্টা । অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দু'জনেরই । গাজোলের রানিগঞ্জ এলাকার ঘটনা ।
গাজোলের রানিগঞ্জ এলাকার বাসিন্দা চম্পারানি বিশ্বাস । বয়স 40 । 22 ফেব্রুয়ারি (শনিবার) রাতে রান্না করছিল চম্পারানির বউমা পিঙ্কি বিশ্বাস(23) । সেইসময় তাঁর শাড়িতে অসাবধানতাবশত আগুন লেগে যায় । চিৎকার করতে শুরু করে পিঙ্কি । ছুটে আসেন চম্পারানি । বউমাকে বাঁচাতে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি । তখনই বাঁচার চেষ্টায় অগ্নিদগ্ধ অবস্থায় চম্পারানিকে জড়িয়ে ধরেন পিঙ্কি । আগুন লেগে যায় চম্পারানির শাড়িতেও । দু'জনের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা । তারাই কোনওরকমে আগুন নেভায় । খবর পেয়ে বাড়িতে আসে চম্পারানির স্বামী প্রসাদ বিশ্বাস ।
প্রথমে চম্পারানি ও পিঙ্কিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গাজোল গ্রামীণ হাসপাতালে । সেখান থেকে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । গত রাতে মৃত্যু হয় পিঙ্কির । আর আজ সকালে চম্পারানির মৃত্যু হয় । গাজোল থানার পুলিশ দুটি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । আপাতত এই ঘটনায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।