ETV Bharat / state

মানিকচকে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবতিকে খুনের অভিযোগ - illegal relationship

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর শওহরের বিরুদ্ধে। ঘটনাটি মানিকচক ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামের।

সানজু়রি বিবি
author img

By

Published : Mar 25, 2019, 12:07 PM IST

Updated : Mar 25, 2019, 12:14 PM IST

মালদা, ২৫ মার্চ: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর শওহরের বিরুদ্ধে। ঘটনাটি মানিকচক ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামের। মৃতের নাম সানজু়রি বিবি(৪৮)। অভিযুক্ত শওহরের নাম শেখ তাফিজু়ল। ঘটনার পর তাফিজু়লকে আটক করেছে পুলিশ।

৩০ বছর আগে তাফিজু়লের সঙ্গে সানজু়রির নিকাহ হয়। তাঁদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেরা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকে। অভিযোগ, কয়েক বছর ধরে শ্যালকের বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে তাফিজু়ল। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। অভিযোগ, এই নিয়ে প্রায়ই সানজু়রিকে মারধর করত তাফিজু়ল। এর আগে তাফিজু়লের অত্যাচার সহ্য করতে না পেরে থানায় অভিযোগ জানিয়েছিলেন সানজুরি। গতরাতে স্নানে যায় তঁদের মেয়ে খুসনারা খাতুন। সেই সময় শ্বাসরোধ করে সানিজু়রিকে খুন করা হয় বলে অভিযোগ।

ভিডিয়োয় শুনুন খুসনারা খাতুনের বক্তব্য

খুসনারা বলে, "গতরাতে আমি স্নানে যাই। সেই সময় আব্বা আম্মিকে খুন করে। আব্বা প্রায়ই বলত আম্মিকে খুন করে মামিকে নিকাহকরবে। আব্বার শাস্তি চাই।"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়। মানিকচক থানার পুলিশ আধিকারিক বলেন, "এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।"

মালদা, ২৫ মার্চ: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর শওহরের বিরুদ্ধে। ঘটনাটি মানিকচক ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামের। মৃতের নাম সানজু়রি বিবি(৪৮)। অভিযুক্ত শওহরের নাম শেখ তাফিজু়ল। ঘটনার পর তাফিজু়লকে আটক করেছে পুলিশ।

৩০ বছর আগে তাফিজু়লের সঙ্গে সানজু়রির নিকাহ হয়। তাঁদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেরা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকে। অভিযোগ, কয়েক বছর ধরে শ্যালকের বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে তাফিজু়ল। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। অভিযোগ, এই নিয়ে প্রায়ই সানজু়রিকে মারধর করত তাফিজু়ল। এর আগে তাফিজু়লের অত্যাচার সহ্য করতে না পেরে থানায় অভিযোগ জানিয়েছিলেন সানজুরি। গতরাতে স্নানে যায় তঁদের মেয়ে খুসনারা খাতুন। সেই সময় শ্বাসরোধ করে সানিজু়রিকে খুন করা হয় বলে অভিযোগ।

ভিডিয়োয় শুনুন খুসনারা খাতুনের বক্তব্য

খুসনারা বলে, "গতরাতে আমি স্নানে যাই। সেই সময় আব্বা আম্মিকে খুন করে। আব্বা প্রায়ই বলত আম্মিকে খুন করে মামিকে নিকাহকরবে। আব্বার শাস্তি চাই।"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়। মানিকচক থানার পুলিশ আধিকারিক বলেন, "এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।"

Intro:মালদা, ৯ ডিসেম্বরঃ বিয়ের প্রস্তাবে রাজি হননি দিদি। সেকারণেই নাবালিকা বোনকে অপহরণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। শুক্রবার অপহৃত বোনকে মালদা স্টেশন থেকে উদ্ধার করে চাইল্ড হোমে পাঠায় জিআরপি। শারীরিক অসুস্থতার কারণে গতকাল রাতে ওই নাবালিকাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই নাবালিকা। এই ঘটনায় বৃহস্পতিবারই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।Body:অপহৃত নাবালিকা ভোটবাড়ি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রুবিনা (নাম পরিবর্তিত)। বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে। রুবিনার দিদি সাহেদা (নাম পরিবর্তিত) কলেজে পাঠরত। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সাহেদাকে বিয়ের প্রস্তাব দেয় পিন্টু শেখ নামে এক যুবক। বিয়ের প্রস্তাব খারিজ করে দেয় সাহেদা। এরপরই সাহেদার বোন রুবিনাকে অপহরণের ফন্দি আঁটে পিন্টু। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রুবিনা কন্যাশ্রীর টাকা তুলতে চ্যাংরাবান্ধা গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে বেরোয়। পথে পিণ্টু ও তার দলবল রুবিনাকে অপহরণ করে। তারা রুবিনাকে ময়নাগুড়ি স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে তারা রুবিনাকে ট্রেনে করে মালদা নিয়ে আসছিল। ট্রেনে এক মহিলাযাত্রীকে সমস্ত ঘটনা জানায় রুবিনা। ট্রেন মালদা স্টেশনে পৌঁছলে জিআরপি রুবিনাকে উদ্ধার করে। যদিও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি জিআরপি। এরপরই মালদা জেলা চাইল্ড হোম কর্তৃপক্ষের কাছে তুলে দেয়। চাইল্ডহোম কর্তৃপক্ষ রুবিনার বাড়ির লোকজনকে খবর দেয়। রুবিনার শারীরিক অবস্থায় অবণতি হওয়ায় গতকাল রাতে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রুবিনা বাড়ি না ফেরায় রুবিনার খোঁজ শুরু করে পরিবারের লোকজন। স্থানীয় মেখলিগঞ্জ থানায় রুবিনা একটি মিসিং ডায়ারিও করা হয় পরিবারের পক্ষ থেকে।
রুবিনা জানায়, চ্যাংরাবান্ধা গ্রামীণ ব্যাঙ্ক থেকে সে টাকা তুলতে যাচ্ছিল। সেই সময় পিন্টু শেখ সহ চারজন তাকে মায়ের অসুস্থতার কথা বলে তাকে গাড়ি করে হাসপাতালে পৌঁছে দেওয়ার কথা বলে। মায়ের কথা ভেবে সে পিন্টুদের সাথে গাড়িতে চলে যায়। গাড়ি ময়নাগুড়ি স্টেশনে পৌঁছলে সে সমস্ত ঘটনা বুঝতে পারে। কিন্তু পিন্টু ও তার দলবল তার হাত পা ধরে মুখ চাপা দিয়ে ট্রেনে তোলে। তাকে ও তার পরিবারের লোকজনকে মারার হুমকি দেয় ভয়ে কাউকে কিছু বলতে পারেনি রুবিনা। সুযোগ পেয়ে সহযাত্রী এক মহিলাকে সমস্ত ঘটনা জানায়। ট্রেন মালদায় পৌঁছলে মালদা থানার জিআরপি তাকে উদ্ধার করে মালদা চাইল্ড হোমে পাঠায়।
প্রতিবেশী আনোয়ার সাদ্দাক জানান, গত বৃহস্পতিবার রুবিনা চ্যাংরাবান্ধা গ্রামীণ ব্যাংকে কন্যাশ্রী টাকা পেয়েছে কিনা জানতে ও টাকা তুলতে যাচ্ছিল। সেই সময় পিণ্টু শেখ সহ চারজন মিলে তাকে অপহরণ করে ময়নাগুড়ি স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে পিণ্টু রুবিনাকে মালদা নিয়ে আসছিল। তিনি জানতে পেরেছেন, রুবিনার দিদি সাহেদাকে পিণ্টু বিয়ের প্রস্তাব দিয়েছিল। সাহেদা অস্বীকার করায় রুবিনাকে অপহরণ করে পিন্টু শেখ ও তার দলবল। তাঁরা জানতে পেরেছেন, পিন্টুর বাড়ি মালদাতে হলেও কর্মসূত্রে পিণ্টু কোচবিহারে থাকে। রুবিনা ট্রেনের এক মহিলাকে সমস্ত ঘটনা জানায়। ট্রেনটি মালদায় পৌঁছলে ওই মহিলাকে জিআরপিকে সমস্ত ঘটনা জানায়। জিআরপি রুবিনাকে উদ্ধার করলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। এরপর রুবিনাকে শুক্রবার মালদা চাইল্ড হোমের হাতে তুলে দেওয়া হয়। মালদা চাইল্ড হোম থেকে তাঁদের ফোন করা হল তাঁরা রুবিনাকে নিয়ে যেতে আসেন। গতকাল রাতে রুবিনা শারীরিক অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Conclusion:এই ঘটনায় চাইল্ড হোম কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।
Last Updated : Mar 25, 2019, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.