মালদা, ২৫ মার্চ: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর শওহরের বিরুদ্ধে। ঘটনাটি মানিকচক ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামের। মৃতের নাম সানজু়রি বিবি(৪৮)। অভিযুক্ত শওহরের নাম শেখ তাফিজু়ল। ঘটনার পর তাফিজু়লকে আটক করেছে পুলিশ।
৩০ বছর আগে তাফিজু়লের সঙ্গে সানজু়রির নিকাহ হয়। তাঁদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেরা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকে। অভিযোগ, কয়েক বছর ধরে শ্যালকের বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে তাফিজু়ল। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। অভিযোগ, এই নিয়ে প্রায়ই সানজু়রিকে মারধর করত তাফিজু়ল। এর আগে তাফিজু়লের অত্যাচার সহ্য করতে না পেরে থানায় অভিযোগ জানিয়েছিলেন সানজুরি। গতরাতে স্নানে যায় তঁদের মেয়ে খুসনারা খাতুন। সেই সময় শ্বাসরোধ করে সানিজু়রিকে খুন করা হয় বলে অভিযোগ।
খুসনারা বলে, "গতরাতে আমি স্নানে যাই। সেই সময় আব্বা আম্মিকে খুন করে। আব্বা প্রায়ই বলত আম্মিকে খুন করে মামিকে নিকাহকরবে। আব্বার শাস্তি চাই।"
খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়। মানিকচক থানার পুলিশ আধিকারিক বলেন, "এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।"