মালদা, 22 জুন : চলন্ত ট্রেনে যুবতিকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল । এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । গতরাতে ঘটনাটি ঘটেছে মালদাগামী গৌড় এক্সপ্রেসের S-8 সংরক্ষিত কামরায় । অভিযুক্ত যুবকের নাম চিরঞ্জিৎ দাস । আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হয় । এই ঘটনার পর ট্রেনে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে ।
গতরাতে গৌড় এক্সপ্রেসে চেপে মালদা আসছিলেন ওই যুবতি ও তাঁর মা । শিয়াদা থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ৭-৮ জন যুবক মদ খেয়ে তাঁদের সিটে এসে বসে । এরপর তারা নিজেদের মধ্যে অশ্রাব্য গালিগালাজ শুরু করে । ঘটনার কিছুক্ষণ পর ওই যুবতির মা আপার বার্থে উঠে ঘুমিয়ে পড়েন । এরপর চিরঞ্জিৎ ওই যুবতির ফোন নম্বর চায় । যুবতি তাঁর নম্বর না দেওয়ায় চিরঞ্জিত তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ । যুবতির চিৎকার শুনে ওই কামরার সহযাত্রীরা চিরঞ্জিৎ ও তার এক বন্ধুকে গণধোলাই দেয় । এরপরে তাদের রেলপুলিশের হাতে তুলে দেয় তারা । ট্রেন মালদা স্টেশনে পৌঁছানোর পর মালদা GRP থানায় চিরঞ্জিতের নাম অভিযোগ দায়ের করে ওই যুবতি ।
ওই যুবতির এক সহযাত্রী জে সাহা বলেন, "ওই যুবতির মা ঘুমিয়ে যাওয়ার পর আমি ওই যুবকদের সরে যেতে বলি । তখন যুবকরা আমাকে একটি অন্য বার্থে উঠে ঘুমিয়ে যাওয়ার পরামর্শ দেয় । এর মধ্যে TT এসে ওই যুবকদের সেখান থেকে সরিয়ে দেন । সবাই শুয়ে পড়ার পরেও ওই যুবকরা সারা রাত ধরে কামরায় কার্যত তাণ্ডব চালায় ।" অন্য যাত্রীরা বলেন, "তারাপীঠ স্টেশনের কাছে ট্রেন এলে যাত্রীরা চিরঞ্জিৎ ও তার এক বন্ধু সম্রাট দাসকে ধরে ফেলেন । পরিস্থিতি বেগতিক দেখে বাকি যুবকরা তারাপীঠ স্টেশনে নেমে যায় । এরপরেই চিরঞ্জিৎ ও সম্রাটকে বেধড়ক মারধর করেন কামরার যাত্রীরা । পরে তাদের রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয় ।"