ETV Bharat / state

24 ঘণ্টার মধ্যে ফের গঙ্গায় ভেসে আসা লাশ উদ্ধার মানিকচকে - গঙ্গায় ভেসে আসা লাশ

আজ মানিকচক ঘাট থেকে কিছুটা দূরে জোতপাট্টা গ্রামে গঙ্গায় আরও একটি লাশ ভাসতে দেখা যায় । লাশটি পাটখেতের ধারে কচুরিপানায় আটকে ছিল । খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ ।

within-24-hours-another-body-found-at-manikchak-floating-in-the-ganges
within-24-hours-another-body-found-at-manikchak-floating-in-the-ganges
author img

By

Published : Jun 30, 2021, 5:08 PM IST

Updated : Jun 30, 2021, 5:27 PM IST

মালদা, 30 জুন : আবারও গঙ্গায় ভেসে এল পচাগলা লাশ । ফের মানিকচকের গঙ্গাপাড়েই লাশ এসে ঠেকেছে । খবর পেয়ে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মানিকচক থানার পুলিশ । প্রায় প্রতিদিনই গঙ্গা থেকে লাশ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে । বৃহস্পতিবার নবান্নে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আজও মানিকচকের গঙ্গায় লাশ ভেসে এসেছে ৷ এদিকে স্থানীয়দের অনুমান, এদিনের লাশটি বিহার কিংবা ঝাড়খণ্ড থেকে ভেসে এসেছে ।

ফের গঙ্গায় ভেসে এল লাশ...

গতকাল মানিকচক ঘাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ । কলার ভেলায় দেহটি ভাসিয়ে দেওয়া হয়েছিল । তা থেকে অনুমান করা হয়, সম্ভবত সাপের কামড়ে ওই মহিলার মৃত্যু হয়েছিল । আজ মানিকচক ঘাট থেকে কিছুটা দূরে জোতপাট্টা গ্রামে গঙ্গায় আরও একটি লাশ ভাসতে দেখা যায় । লাশটি পাটখেতের ধারে কচুরিপানায় আটকে ছিল । খেতে কাজ করতে যাওয়া গ্রামবাসী দুর্গন্ধ পেয়ে খোঁজাখুজি শুরু করেন । তখনই দেখা যায়, নদীতে লাশ ভাসছে । খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ ।

এলাকার বাসিন্দা বিফল মণ্ডল বলেন, “লোকমুখে খবর পেয়ে নদীর পাড়ে এসে দেখি, একটি লাশ পাড়ে আটকে রয়েছে । সম্ভবত বিহার কিংবা ঝাড়খণ্ড থেকে লাশটি ভাসিয়ে দেওয়া হয়েছে । লাশটি পচে গিয়েছে । দুর্গন্ধ বেরোচ্ছে । গতকাল বাতাসের তীব্রতা বেশি ছিল । নদীতে ঢেউও ছিল । তাতেই বোধহয় লাশটি পাড়ে এসে ঠেকেছে । লাশটি করোনা রোগীরও হতে পারে ।”

আরও পড়ুন: মানিকচকে গঙ্গায় ভেসে আসা মহিলার দেহ উদ্ধার

মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাস জানান, গঙ্গায় লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকর্মীদের পাঠানো হয় । লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল পাঠানো হয়েছে ।

মালদা, 30 জুন : আবারও গঙ্গায় ভেসে এল পচাগলা লাশ । ফের মানিকচকের গঙ্গাপাড়েই লাশ এসে ঠেকেছে । খবর পেয়ে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মানিকচক থানার পুলিশ । প্রায় প্রতিদিনই গঙ্গা থেকে লাশ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে । বৃহস্পতিবার নবান্নে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আজও মানিকচকের গঙ্গায় লাশ ভেসে এসেছে ৷ এদিকে স্থানীয়দের অনুমান, এদিনের লাশটি বিহার কিংবা ঝাড়খণ্ড থেকে ভেসে এসেছে ।

ফের গঙ্গায় ভেসে এল লাশ...

গতকাল মানিকচক ঘাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ । কলার ভেলায় দেহটি ভাসিয়ে দেওয়া হয়েছিল । তা থেকে অনুমান করা হয়, সম্ভবত সাপের কামড়ে ওই মহিলার মৃত্যু হয়েছিল । আজ মানিকচক ঘাট থেকে কিছুটা দূরে জোতপাট্টা গ্রামে গঙ্গায় আরও একটি লাশ ভাসতে দেখা যায় । লাশটি পাটখেতের ধারে কচুরিপানায় আটকে ছিল । খেতে কাজ করতে যাওয়া গ্রামবাসী দুর্গন্ধ পেয়ে খোঁজাখুজি শুরু করেন । তখনই দেখা যায়, নদীতে লাশ ভাসছে । খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ ।

এলাকার বাসিন্দা বিফল মণ্ডল বলেন, “লোকমুখে খবর পেয়ে নদীর পাড়ে এসে দেখি, একটি লাশ পাড়ে আটকে রয়েছে । সম্ভবত বিহার কিংবা ঝাড়খণ্ড থেকে লাশটি ভাসিয়ে দেওয়া হয়েছে । লাশটি পচে গিয়েছে । দুর্গন্ধ বেরোচ্ছে । গতকাল বাতাসের তীব্রতা বেশি ছিল । নদীতে ঢেউও ছিল । তাতেই বোধহয় লাশটি পাড়ে এসে ঠেকেছে । লাশটি করোনা রোগীরও হতে পারে ।”

আরও পড়ুন: মানিকচকে গঙ্গায় ভেসে আসা মহিলার দেহ উদ্ধার

মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাস জানান, গঙ্গায় লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকর্মীদের পাঠানো হয় । লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল পাঠানো হয়েছে ।

Last Updated : Jun 30, 2021, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.