ETV Bharat / state

Deputation for Government Job : কথা রাখেননি মন্ত্রী, চাকরির দাবিতে জেলাশাসকের দরজায় স্বামীহারারা

author img

By

Published : Dec 2, 2021, 10:25 PM IST

ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় মালদার মোমিনপুরের নয় শ্রমিকের ৷ ঘটনাটি ঘটে 2019 সালের 23 ফেব্রুয়ারি ৷ সেই সময় সদ্য বিধবাদের যোগ্যতা অনুযায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের তৎকালীন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু, আজও সেই প্রতিশ্রুতি পালন করেনি সরকার ৷ তাই চাকরির দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের দ্বারস্থ হলেন মৃত পরিযায়ী শ্রমিকদের স্ত্রীরা (Widows of Migrant Labors meet DM) ৷ একই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিলেন তাঁরা (Deputation for Government Job) ৷

widows of Malda migrant labors meet dm
Deputation for Government Job : কথা রাখেননি মন্ত্রী, চাকরির দাবিতে জেলাশাসকের দরজায় স্বামীহারারা

মালদা, 2 ডিসেম্বর : মন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে সরব হলেন মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা ৷ মৃত শ্রমিকদের স্ত্রীদের অভিযোগ, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তাঁদের স্বামীরা ৷ সেই ঘটনার পর তাঁদের বাড়ি গিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ কিন্তু তারপর প্রায় তিনবছর কাটতে চলল, অথচ সরকারি চাকরি এখনও মিলল না ৷ বিড়ি বাঁধার টাকায় চলছে সংসার ৷ আগামী 8 ডিসেম্বর মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Malda Visit) ৷ তার আগে বৃহস্পতিবার চাকরির দাবিতে সন্তান কোলে জেলাশাসকের দ্বারস্থ হলেন মৃত পরিযায়ী শ্রমিকদের স্ত্রীরা (Widows of Migrant Labors meet DM) ৷ চাকরির দাবি জানিয়ে জমা দিলেন স্মারকলিপি (Deputation for Government Job) ৷ এই পরিস্থিতিতে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে আরএসপি ৷ বৃহস্পতিবার আরএসপি নেতাদের উদ্যোগেই জেলাশাসকের সঙ্গে অসহায় এই পরিবারগুলির বৈঠক হয় ৷

আরও পড়ুন : Tet Agitation : চুঁচুড়ায় চাকরির দাবিতে ‘খেলা হবে’ আন্দোলনে 2014-র টেট উত্তীর্ণরা

মালদা জেলার অসংখ্য শ্রমিক উত্তরপ্রদেশ ও কেরালায় কার্পেট কারখানায় কাজ করেন ৷ ভিনরাজ্যের বিভিন্ন কার্পেট তৈরির কারখানায় এই জেলার শ্রমিকদের চাহিদাও যথেষ্ট বেশি ৷ তিন বছর আগে উত্তরপ্রদেশের ভাদোহিতে একটি কার্পেট কারখানায় কাজ করতে গিয়েছিলেন মালদার মানিকচক ব্লকের মোমিনপাড়ার বেশ কয়েকজন শ্রমিক ৷ 2019 সালের 23 ফেব্রুয়ারি সেই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মোমিনপাড়ার নয় শ্রমিকের ৷ সেই খবর পেয়েই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন ৷ তাঁর নির্দেশে ঘটনার দু’দিন পর (25 ফেব্রুয়ারি, 2019) মোমিনপাড়ায় পৌঁছে যান মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ মৃতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি ৷ তখনই সদ্য বিধবাদের প্রত্যেককে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন ফিরহাদ ৷ তিনি কথা দিয়েছিলেন, দু’মাসের মধ্যেই সরকারি চাকরি পেয়ে যাবেন স্বামীহারারা ৷ এরপর মৃতদেহ গ্রামে ফেরত আনার পর একই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের তৎকালীন আরও এক মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু, এখনও পর্যন্ত একজনও সেই সরকারি চাকরি পাননি ৷

আরও পড়ুন : Barasat Agitation : বিক্ষোভ তুলতে চাকরিপ্রার্থীদের ঘাড় ধাক্কা, কাঠগড়ায় পুলিশ

এদিন সরকারি চাকরির দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হন রিমা খাতুন, সাবিনা খাতুন, মুন্নি খাতুন, সিতারা বেগম, ফরজানা বিবি, সুলতানা বিবি, রাহেমা বিবি, সামিনুর বিবি ও তাহিরুন বিবি ৷ সন্তানদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হন তাঁরা ৷ আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, 2019 সালের ওই দুর্ঘটনার পর পুলিশ, প্রশাসন ও সরকারের প্রতিনিধিরা মৃতদের বাড়িতে ছুটে এসেছিলেন ৷ অথচ এখন তাঁদের কীভাবে দিন কাটছে, সেই খোঁজ কেউ নেয় না ৷ তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ ৷ সর্বানন্দের আশা, এতে হয়তো ঘুম ভাঙবে প্রশাসনের ৷ চাকরি পেয়ে সুদিন ফিরবে সাবিনা, মুন্নিদের ৷

মালদা, 2 ডিসেম্বর : মন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে সরব হলেন মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা ৷ মৃত শ্রমিকদের স্ত্রীদের অভিযোগ, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তাঁদের স্বামীরা ৷ সেই ঘটনার পর তাঁদের বাড়ি গিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ কিন্তু তারপর প্রায় তিনবছর কাটতে চলল, অথচ সরকারি চাকরি এখনও মিলল না ৷ বিড়ি বাঁধার টাকায় চলছে সংসার ৷ আগামী 8 ডিসেম্বর মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Malda Visit) ৷ তার আগে বৃহস্পতিবার চাকরির দাবিতে সন্তান কোলে জেলাশাসকের দ্বারস্থ হলেন মৃত পরিযায়ী শ্রমিকদের স্ত্রীরা (Widows of Migrant Labors meet DM) ৷ চাকরির দাবি জানিয়ে জমা দিলেন স্মারকলিপি (Deputation for Government Job) ৷ এই পরিস্থিতিতে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে আরএসপি ৷ বৃহস্পতিবার আরএসপি নেতাদের উদ্যোগেই জেলাশাসকের সঙ্গে অসহায় এই পরিবারগুলির বৈঠক হয় ৷

আরও পড়ুন : Tet Agitation : চুঁচুড়ায় চাকরির দাবিতে ‘খেলা হবে’ আন্দোলনে 2014-র টেট উত্তীর্ণরা

মালদা জেলার অসংখ্য শ্রমিক উত্তরপ্রদেশ ও কেরালায় কার্পেট কারখানায় কাজ করেন ৷ ভিনরাজ্যের বিভিন্ন কার্পেট তৈরির কারখানায় এই জেলার শ্রমিকদের চাহিদাও যথেষ্ট বেশি ৷ তিন বছর আগে উত্তরপ্রদেশের ভাদোহিতে একটি কার্পেট কারখানায় কাজ করতে গিয়েছিলেন মালদার মানিকচক ব্লকের মোমিনপাড়ার বেশ কয়েকজন শ্রমিক ৷ 2019 সালের 23 ফেব্রুয়ারি সেই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মোমিনপাড়ার নয় শ্রমিকের ৷ সেই খবর পেয়েই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন ৷ তাঁর নির্দেশে ঘটনার দু’দিন পর (25 ফেব্রুয়ারি, 2019) মোমিনপাড়ায় পৌঁছে যান মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ মৃতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি ৷ তখনই সদ্য বিধবাদের প্রত্যেককে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন ফিরহাদ ৷ তিনি কথা দিয়েছিলেন, দু’মাসের মধ্যেই সরকারি চাকরি পেয়ে যাবেন স্বামীহারারা ৷ এরপর মৃতদেহ গ্রামে ফেরত আনার পর একই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের তৎকালীন আরও এক মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু, এখনও পর্যন্ত একজনও সেই সরকারি চাকরি পাননি ৷

আরও পড়ুন : Barasat Agitation : বিক্ষোভ তুলতে চাকরিপ্রার্থীদের ঘাড় ধাক্কা, কাঠগড়ায় পুলিশ

এদিন সরকারি চাকরির দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হন রিমা খাতুন, সাবিনা খাতুন, মুন্নি খাতুন, সিতারা বেগম, ফরজানা বিবি, সুলতানা বিবি, রাহেমা বিবি, সামিনুর বিবি ও তাহিরুন বিবি ৷ সন্তানদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হন তাঁরা ৷ আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, 2019 সালের ওই দুর্ঘটনার পর পুলিশ, প্রশাসন ও সরকারের প্রতিনিধিরা মৃতদের বাড়িতে ছুটে এসেছিলেন ৷ অথচ এখন তাঁদের কীভাবে দিন কাটছে, সেই খোঁজ কেউ নেয় না ৷ তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ ৷ সর্বানন্দের আশা, এতে হয়তো ঘুম ভাঙবে প্রশাসনের ৷ চাকরি পেয়ে সুদিন ফিরবে সাবিনা, মুন্নিদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.