মালদা, 24 সেপ্টেম্বর : বেশ কয়েকদিন ধরে এলাকায় চুরি বেড়ে গিয়েছিল । আজ ভোরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক । ইলেকট্রিক পোলে বেঁধে চলতে থাকে গণপিটুনি । পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পুরাতন মালদার 10 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি এলাকার ঘটনা । নেশার সামগ্রী জোগাড় করতেই ধৃত যুবক চুরি করতে গিয়েছিল বলে জানা গিয়েছে ।
স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে মঙ্গলবাড়ি এলাকায় নিমাই রায় নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক । এরপর তাকে ইলেকট্রিকের পোলে বেঁধে চলতে থাকে গণপিটুনি । জিজ্ঞাসাবাদে নিজের নাম রবিউল শেখ বলে জানায় । নেশার টাকা জোগাড় করতেই সে ও তার সঙ্গীরা বিভিন্ন বাড়িতে চুরি করেছে বলে স্বীকার করে । ঘটনাস্থানে আসে মালদা থানার পুলিশ । ক্ষিপ্ত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশকর্মীরা ।
স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন কাউন্সিলর শ্যাম মণ্ডল বলেন, “গত কয়েকদিন ধরে এই এলাকায় চুরি হচ্ছে । কখনও মোবাইল, কখনও টোটোর ব্যাটারি আবার কখনও ছাগল । গতকালও স্থানীয় একটি বাড়ি থেকে বাসনপত্র, মোবাইল চুরি যায় । আজ সকালে ফের চুরি করতে এসে এক যুবক ধরা পড়ে । জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে ও তার সঙ্গীরা এই এলাকায় বেশ কিছু দিন ধরে চুরি করছিল । সমস্ত জিনিসপত্র তারা সুকান্ত মোড়ের একটি দোকানে বিক্রি করত । আমরা লক্ষ্য করছি নেশার টানে বহু যুবক অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছে । এই চুরি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি ।”