ETV Bharat / state

ইট সংগ্রহে গিয়ে মাটি চাপা পড়লেন যুবক, অক্সিজেন সাপ্লাই করে উদ্ধার - অক্সিজেন সাপ্লাই দিয়ে চলল উদ্ধার কার্য

আজ সকালে অমিত গুপ্ত নামে স্থানীয় এক ব্যক্তির পুরনো বাড়ির ভিত থেকে ইট সংগ্রহ করছিল বাদল । হঠাৎ পাশে থাকা মাটি পড়ে গিয়ে আটকে যান বাদল । খবর চাউর হতেই স্থানীয় লোকজন এই যুবকে উদ্ধার করতে এগিয়ে আসেন ৷

ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল যুবক, অক্সিজেন সাপ্লাই দিয়ে চলল উদ্ধার কার্য
ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল যুবক, অক্সিজেন সাপ্লাই দিয়ে চলল উদ্ধার কার্য
author img

By

Published : Jun 11, 2021, 4:36 PM IST

মালদা, 11 জুন : পুরনো বাড়ির ভিত থেকে ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল এক যুবক । ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি ফাঁড়ির অন্তর্গত আটগামা এলাকায় । আহত যুবকের নাম বাদল শেখ (24) । বাড়ি মিলকির আটগামা এলাকায় ।

জানা গিয়েছে, আজ সকালে অমিত গুপ্ত নামে স্থানীয় এক ব্যক্তির পুরনো বাড়ির ভিত থেকে ইট সংগ্রহ করছিল বাদল । হঠাৎ পাশে থাকা মাটি পড়ে গিয়ে আটকে যান বাদল । খবর চাউর হতেই স্থানীয় লোকজন এই যুবকে উদ্ধার করতে এগিয়ে আসেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ আনা হয় এক্সকেভেটর ও অক্সিজেন সিলিন্ডার । অক্সিজেন সাপ্লাই দিয়ে চলতে থাকে উদ্ধার কাজ ।

ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল যুবক

প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় উদ্ধার করা হয় বাদলকে । তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন স্থানীয়রা । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ।

আরও পড়ুন : মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি , আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1

মালদা, 11 জুন : পুরনো বাড়ির ভিত থেকে ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল এক যুবক । ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি ফাঁড়ির অন্তর্গত আটগামা এলাকায় । আহত যুবকের নাম বাদল শেখ (24) । বাড়ি মিলকির আটগামা এলাকায় ।

জানা গিয়েছে, আজ সকালে অমিত গুপ্ত নামে স্থানীয় এক ব্যক্তির পুরনো বাড়ির ভিত থেকে ইট সংগ্রহ করছিল বাদল । হঠাৎ পাশে থাকা মাটি পড়ে গিয়ে আটকে যান বাদল । খবর চাউর হতেই স্থানীয় লোকজন এই যুবকে উদ্ধার করতে এগিয়ে আসেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ আনা হয় এক্সকেভেটর ও অক্সিজেন সিলিন্ডার । অক্সিজেন সাপ্লাই দিয়ে চলতে থাকে উদ্ধার কাজ ।

ইট সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ল যুবক

প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় উদ্ধার করা হয় বাদলকে । তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন স্থানীয়রা । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ।

আরও পড়ুন : মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি , আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.