ETV Bharat / state

মালদায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান

এ বার মালদায় পৌঁছল পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । জেলায় পৌঁছেই রুট মার্চ শুরু করেছে তারা। মানুষের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

west bengal assembly election 2021: route march of central force at malda
মালদায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
author img

By

Published : Feb 26, 2021, 3:45 PM IST

মালদা, 26 ফেব্রুয়ারি: শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে মালদা জেলায় পৌঁছে গিয়েছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাহিনীর কালিয়াচক, বৈষ্ণবনগর, রতুয়া, হরিশ্চন্দ্রপুর ও পুরাতন মালদায় রাখা হবে ।

জেলায় পৌঁছেই সাধারণ মানুষের মনোবল বৃদ্ধিতে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী । আজ দুপুরে বামনগোলা থানার আইসির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর একটি দল সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে রুট মার্চ করে ।

আরও পড়ুন: 2-3 মার্চ বাংলায় ফের শাহি সফর, এবার নজরে মহানগরী

west bengal assembly election 2021: route march of central force at malda
বাহিনীর রুট মার্চ

সাধারণ মানুষের কোনও সমস্যা রয়েছে কিনা, তা জানতে চান জওয়ানরা । সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার কথাও বলেন তাঁরা ।

মালদা, 26 ফেব্রুয়ারি: শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে মালদা জেলায় পৌঁছে গিয়েছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাহিনীর কালিয়াচক, বৈষ্ণবনগর, রতুয়া, হরিশ্চন্দ্রপুর ও পুরাতন মালদায় রাখা হবে ।

জেলায় পৌঁছেই সাধারণ মানুষের মনোবল বৃদ্ধিতে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী । আজ দুপুরে বামনগোলা থানার আইসির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর একটি দল সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে রুট মার্চ করে ।

আরও পড়ুন: 2-3 মার্চ বাংলায় ফের শাহি সফর, এবার নজরে মহানগরী

west bengal assembly election 2021: route march of central force at malda
বাহিনীর রুট মার্চ

সাধারণ মানুষের কোনও সমস্যা রয়েছে কিনা, তা জানতে চান জওয়ানরা । সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার কথাও বলেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.