ETV Bharat / state

রাস্তার দাবিতে ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের - west bengal assembly election

রাস্তার কাজ শুরু হলে পড়বে ভোট, নয়তো ভোট বয়কটের ডাক দিল নমোপাড়া ও সন্দেশপুর গ্রামের বাসিন্দারা ।

রাস্তার দাবিতে অবশেষে ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের
রাস্তার দাবিতে অবশেষে ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের
author img

By

Published : Mar 10, 2021, 5:12 PM IST

মালদা, 10 মার্চ : দীর্ঘদিন আবেদন করেও মেলেনি পাকা রাস্তা । আর তাই অবশেষে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল মোথাবাড়ি বিধানসভার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের নমোপাড়া ও সন্দেশপুর গ্রামের বাসিন্দারা । তাদের দাবি, রাস্তা তৈরি হলেই গ্রামবাসীরা ভোট দেবেন বলে জানিয়েছেন । ভোট বয়কটের দাবি জানিয় বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে গ্রামবাসীরা ।

নমোপাড়া ও সন্দেশপুর গ্রামে খুব কম করে 800 পরিবারের বাস । অভিযোগ, নমোপাড়া থেকে সন্দেশপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা এখনও পাকা হয়নি । রাস্তার বেশির ভাগ অংশ পুকুরে তলিয়ে গিয়েছে । বছরের প্রায় মাস ছয়েক জলবন্দি থাকে রাস্তা । স্থানীয় পঞ্চায়েতকে একাধিকবার বলেও কোনও ফল হয়নি ।

আরও পড়ুন : রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক গুপ্তিপাড়ায়

স্থানীয় এক বাসিন্দা তাফাজুল শেখ বলেন, "দীর্ঘদিন ধরে এই রাস্তা জলমগ্ন হয়ে থাকে । আমাদের চলাফেরায় সমস্যা হয় । বহুবার পাকা রাস্তার আবেদন জানিয়েছি । কিন্তু কোনও সুরাহা মেলেনি । তাই বাধ্য হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাস্তার কাজ শুরু হোক তারপর আমরা ভোট দেব ।"

ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের । দেখুন ভিডিয়ো...

মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, "ভোট বয়কট কোনও সমস্যার সমাধান নয় । ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার । যে রাস্তার জন্য এলাকাবাসীরা ভোট বয়কট করেছে, সেই রাস্তার টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে । যে কনট্রাক্টর কাজ পেয়েছেন তিনি কাজ শুরু করতে দেরি করছেন । আমরা বিষয়টি নজরে রেখেছি । ভোটের পর দ্রুত গতিতে কাজ শুরু হবে ।"

মালদা, 10 মার্চ : দীর্ঘদিন আবেদন করেও মেলেনি পাকা রাস্তা । আর তাই অবশেষে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল মোথাবাড়ি বিধানসভার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের নমোপাড়া ও সন্দেশপুর গ্রামের বাসিন্দারা । তাদের দাবি, রাস্তা তৈরি হলেই গ্রামবাসীরা ভোট দেবেন বলে জানিয়েছেন । ভোট বয়কটের দাবি জানিয় বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে গ্রামবাসীরা ।

নমোপাড়া ও সন্দেশপুর গ্রামে খুব কম করে 800 পরিবারের বাস । অভিযোগ, নমোপাড়া থেকে সন্দেশপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা এখনও পাকা হয়নি । রাস্তার বেশির ভাগ অংশ পুকুরে তলিয়ে গিয়েছে । বছরের প্রায় মাস ছয়েক জলবন্দি থাকে রাস্তা । স্থানীয় পঞ্চায়েতকে একাধিকবার বলেও কোনও ফল হয়নি ।

আরও পড়ুন : রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক গুপ্তিপাড়ায়

স্থানীয় এক বাসিন্দা তাফাজুল শেখ বলেন, "দীর্ঘদিন ধরে এই রাস্তা জলমগ্ন হয়ে থাকে । আমাদের চলাফেরায় সমস্যা হয় । বহুবার পাকা রাস্তার আবেদন জানিয়েছি । কিন্তু কোনও সুরাহা মেলেনি । তাই বাধ্য হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাস্তার কাজ শুরু হোক তারপর আমরা ভোট দেব ।"

ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের । দেখুন ভিডিয়ো...

মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, "ভোট বয়কট কোনও সমস্যার সমাধান নয় । ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার । যে রাস্তার জন্য এলাকাবাসীরা ভোট বয়কট করেছে, সেই রাস্তার টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে । যে কনট্রাক্টর কাজ পেয়েছেন তিনি কাজ শুরু করতে দেরি করছেন । আমরা বিষয়টি নজরে রেখেছি । ভোটের পর দ্রুত গতিতে কাজ শুরু হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.