ETV Bharat / state

গাজোলে বিজেপির সভায় যোগীর হাত ধরে মালদার বিরোধী শিবিরে বড় ভাঙনের জল্পনা

author img

By

Published : Mar 1, 2021, 4:19 PM IST

আগামিকাল মালদার গাজোলে যোগী আদিত্যনাথের জনসভা ৷ ওই সভা থেকেই উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে ৷ সেখানে শুভেন্দু অধিকারী-সহ বিজেপির আরও অনেকে উপস্থিত থাকবেন ৷ তৃণমূল-সহ একাধিক দল থেকে অনেকে যোগও দিতে পারেন গেরুয়া শিবিরে ৷

গাজোলে বিজেপির সভায় যোগীর হাত ধরে মালদার বিরোধী শিবিরে বড় ভাঙনের জল্পনা
গাজোলে বিজেপির সভায় যোগীর হাত ধরে মালদার বিরোধী শিবিরে বড় ভাঙনের জল্পনা

মালদা, 1 মার্চ : বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আগামীকাল মঙ্গলবারই মালদায় প্রথম বড় জনসভা অনুষ্ঠিত হতে চলেছে । উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করতে আগামিকাল গাজোলে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ । তাঁর সঙ্গে মঞ্চে থাকবে দলের রাজ্য নেতৃত্ব । থাকার কথা রয়েছে দীর্ঘদিন এই জেলায় তৃণমূলের পর্যবেক্ষক থাকা এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও ।

সূত্রের খবর, এই সভায় অন্য দল থেকে বেশ কিছু হেভিওয়েটকে নিজেদের দলে স্বাগত জানাতে পারে গেরুয়া শিবির । হওয়ায় নাম ভাসছে অনেকেরই । তবে এনিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব ।

একুশের ভোটকে সামনে রেখে কোচবিহার থেকে উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রা শুরু করেছিল বিজেপি । উত্তরের আট জেলা ঘুরে সেই রথের যাত্রা শেষ হয়েছে । আগামিকাল যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে গাজোলে আসছেন যোগী আদিত্যনাথ । তাঁর সভা হবে গাজোল কলেজ ময়দানে । এই মুহূর্তে সেখানে সাজো সাজো রব । সভা শুরুর কথা বেলা 12টায় । তবে যোগীর আসার কথা বেলা 2টোয় ।

গরমের কথা মাথায় রেখে মূল মঞ্চ-সহ মোট চারটি হ্যাঙার তৈরি করা হচ্ছে । সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড । গতকাল সভাস্থল পরিদর্শন করেছেন দলের রাজ্য ও জেলা নেতারা । আজ বিকেলেও মাঠে যাওয়ার কথা রয়েছে তাঁদের । ইতিমধ্যেই সভাস্থল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে । তৈরি হয়েছে ডি জোন । সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে । দুপুর থেকে পুলিশ কুকুর এনে মঞ্চ ও সভাস্থলে নজরদারি চালাচ্ছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা ।

আজ, সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, আগামিকালের সভামঞ্চে নক্ষত্র সমাবেশ দেখা যাবে । অন্য দল থেকে বেশ কয়েকজন হেভিওয়েট দলে যোগ দিতে পারেন । তবে ভোটের আগে তাঁরা অন্য দলের নেতা-নেত্রীদের দলে নেওয়ার ব্যাপারে ভীষণ সতর্ক রয়েছেন । অনেক ঝাড়াই-বাছাই করেই এখন তাঁদের দলে নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন : আগামীকাল যোগী আদিত্যনাথের জনসভায় যোগদান করতে বাড়ি বাড়ি প্রচার সায়ন্তনের

এদিকে আগামিকাল দলবদলের বিষয়ে জেলার রাজনৈতিক হাওয়ায় ভাসতে শুরু করেছে বেশ কয়েকটি নাম । তাঁদের মধ্যে অন্যতম দু’টি নাম জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরি ও জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল । শোনা যাচ্ছে, আগামিকাল চাঁচলের তৃণমূল ছাত্র সংগঠনের অধিকাংশই বিজেপিতে যোগ দিতে পারে । তবে এনিয়ে এখনও মুখে কুলুপ সবার ।

মালদা, 1 মার্চ : বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আগামীকাল মঙ্গলবারই মালদায় প্রথম বড় জনসভা অনুষ্ঠিত হতে চলেছে । উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করতে আগামিকাল গাজোলে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ । তাঁর সঙ্গে মঞ্চে থাকবে দলের রাজ্য নেতৃত্ব । থাকার কথা রয়েছে দীর্ঘদিন এই জেলায় তৃণমূলের পর্যবেক্ষক থাকা এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও ।

সূত্রের খবর, এই সভায় অন্য দল থেকে বেশ কিছু হেভিওয়েটকে নিজেদের দলে স্বাগত জানাতে পারে গেরুয়া শিবির । হওয়ায় নাম ভাসছে অনেকেরই । তবে এনিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব ।

একুশের ভোটকে সামনে রেখে কোচবিহার থেকে উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রা শুরু করেছিল বিজেপি । উত্তরের আট জেলা ঘুরে সেই রথের যাত্রা শেষ হয়েছে । আগামিকাল যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে গাজোলে আসছেন যোগী আদিত্যনাথ । তাঁর সভা হবে গাজোল কলেজ ময়দানে । এই মুহূর্তে সেখানে সাজো সাজো রব । সভা শুরুর কথা বেলা 12টায় । তবে যোগীর আসার কথা বেলা 2টোয় ।

গরমের কথা মাথায় রেখে মূল মঞ্চ-সহ মোট চারটি হ্যাঙার তৈরি করা হচ্ছে । সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড । গতকাল সভাস্থল পরিদর্শন করেছেন দলের রাজ্য ও জেলা নেতারা । আজ বিকেলেও মাঠে যাওয়ার কথা রয়েছে তাঁদের । ইতিমধ্যেই সভাস্থল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে । তৈরি হয়েছে ডি জোন । সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে । দুপুর থেকে পুলিশ কুকুর এনে মঞ্চ ও সভাস্থলে নজরদারি চালাচ্ছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা ।

আজ, সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, আগামিকালের সভামঞ্চে নক্ষত্র সমাবেশ দেখা যাবে । অন্য দল থেকে বেশ কয়েকজন হেভিওয়েট দলে যোগ দিতে পারেন । তবে ভোটের আগে তাঁরা অন্য দলের নেতা-নেত্রীদের দলে নেওয়ার ব্যাপারে ভীষণ সতর্ক রয়েছেন । অনেক ঝাড়াই-বাছাই করেই এখন তাঁদের দলে নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন : আগামীকাল যোগী আদিত্যনাথের জনসভায় যোগদান করতে বাড়ি বাড়ি প্রচার সায়ন্তনের

এদিকে আগামিকাল দলবদলের বিষয়ে জেলার রাজনৈতিক হাওয়ায় ভাসতে শুরু করেছে বেশ কয়েকটি নাম । তাঁদের মধ্যে অন্যতম দু’টি নাম জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরি ও জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল । শোনা যাচ্ছে, আগামিকাল চাঁচলের তৃণমূল ছাত্র সংগঠনের অধিকাংশই বিজেপিতে যোগ দিতে পারে । তবে এনিয়ে এখনও মুখে কুলুপ সবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.