মালদা, 6 এপ্রিল: মঙ্গলবার মালদায় মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন সংযুক্ত মোর্চার প্রার্থীরা । এদিন প্যারোডি গানের সঙ্গে বাম-কং-আইএসএফ কর্মীদের নিয়ে এই মিছিল করা হয় ৷ মিছিলে দেখা যায় কর্মী-সমর্থকদের উদ্দাম নাচ ৷ এই প্যারোডি গান নিয়ে যুব সমাজের উচ্ছ্বাসের ছবি দেখে জয়ের গন্ধ পাচ্ছেন প্রার্থীরা ।
মঙ্গলবার দুপুরে মালদা শহরের টাউন হলের সামনে থেকে মিছিল করে সারা শহর পরিক্রমা করে মনোনয়নপত্র জমা দেন সংযুক্ত মোর্চার প্রার্থীরা । ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দেন কৌশিক মিশ্র । মনোনয়ন দাখিল করেন কংগ্রেসের বিদায়ী বিধায়ক ঈশা খানচৌধুরী, ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা।
ইটিভি ভারতের মুখোমুখি হয়ে কৌশিক মিশ্র বলেন, “জয়ের ব্যাপারে 110 শতাংশ নিশ্চিত আমরা । কারণ, মানুষ পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাইছেন । বিজেপি-তৃণমূল রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করেছে । জেলার 12টি আসনেই আমরা জয়লাভ করব । আমাদের যে প্যারোডিগুলো বেরিয়েছে তা সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছে, অন্য রাজনৈতিক দলগুলির প্রচার যেন খুঁজে পাওয়া যাচ্ছে না । আজকের মিছিলে পরিষ্কার দেখা গিয়েছে এই প্যারোডি নিয়ে যুব সমাজের উচ্ছ্বাস । যুব সমাজের মনের ভাষার সঙ্গে আমরা নিজেদের যোগ করছি ।”