মালদা, 27 ফেব্রুয়ারি : রাজ্যে আট দফায় নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ সেই অনুযায়ী মালদা জেলায় কবে এবং কত দফায় ভোট হবে সেই ছবি তুলে ধরলেন জেলাশাসক ৷ জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, মালদা জেলায় সপ্তম ও অষ্টম দফায় ভোট হবে ৷
26 এপ্রিল সপ্তম দফায় হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর ও রতুয়া বিধানসভা কেন্দ্রে ভোট হবে ৷ 29 এপ্রিল অষ্টম দফায় মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর কেন্দ্রে নির্বাচন রয়েছে ৷ 31 মার্চ থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ৷ 7 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে ৷ পরেরদিন মনোনয়নের স্ক্রুটিনির দিন ধার্য্য করা হয়েছে ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 12 এপ্রিল ৷
গত লোকসভা নির্বাচনে মালদায় 2886টি ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৷ এবছর নির্বাচন কমিশনের নির্দেশে তা 4230টি করা হয়েছে ৷ সেই অনুযায়ী ভোট কর্মীদের সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ ভালনারেবল ও ক্রিটিক্যাল যথাক্রমে ভোটগ্রহণ কেন্দ্র 964টি এবং 515টি বুথ চিহ্নিত করা হয়েছে ৷ প্রথম পর্যায়ে পুরুষ ভোটকর্মীদের প্রশিক্ষণ হয়েছে ৷ খুব তাড়াতাড়ি মহিলাদেরও প্রশিক্ষণ শুরু হবে ৷
আরও পড়ুন : আগামীকাল রাজ্যে আসতে পারেন 2 পুলিশ পর্যবেক্ষক
অন্যদিকে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কমিশনের তরফে 12 হাজার 400 ভোটকর্মীকে টিকাকরণ করা হয়েছে ৷ এবছর সব ভোটকেন্দ্রে বুথগুলি গ্রাউন্ড ফ্লোর বা নিচতলায় করা হবে ৷ মালদায় মোট পুরুষ ভোটার 15 লাখ 23 হাজার 66 জন এবং মহিলা ভোটার 14 লাখ 73 হাজার 786 জন ৷ আশি বছরের ঊর্ধ্বের ভোটার 35 হাজার 261 জন ৷ শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ও আশি বছরের ঊর্ধ্বের ভোটাররা যদি চান, তবে তাঁদের পোস্টাল ব্যালটে ভোটিংয়ের ব্যবস্থা করা হবে ৷ সেক্ষেত্রে পোলিং আধিকারিকরা পুলিশের সঙ্গে গিয়ে ব্যালটে ভোট নিয়ে আসবেন ৷ প্রত্যেকটি ভালনারেবল ও ক্রিটিক্যাল পোলিং স্টেশনে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ৷