মালদা, 13 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল দেশ ৷ ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও ৷ প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ তবে এই করোনা কালেও গাফিলতির ছবি সামনে এল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ হাসপাতাল চৌহদ্দির মধ্যেই যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট ৷ সংক্রমণের শঙ্কা গ্রাস করছে অন্যদের ৷
পিপিই কিট বা পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ৷ মূলত এক ধরনের পোশাক, যা ভেদ করে ভাইরাস শরীরে পৌঁছাতে পারে না ৷ তবে পোশাকের বাইরের দিকে ভাইরাস থাকতেই পারে ৷ তাই অত্যন্ত যত্নের সঙ্গে এই পোশাকগুলি ব্যবহার করতে হয় ৷ এবং ব্যবহারের পর সেগুলি নষ্ট করতে হয় ৷ না হলেই থাকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা ৷
মালদা মেডিক্যালের একদিকে চলছে কোরোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ ৷ অন্যদিকে কোভিড ওয়ার্ডে কোরোনা সংক্রামিতদের চিকিৎসা । মাঝে লম্বা লাইন করে দাঁড়িয়ে লালারসের নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন রোগীরা । সেই জায়গা থেকে মাত্র কয়েক হাত দূরেই যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে করোনার চিকিৎসায় ব্যবহৃত পিপিই কিট । পড়ে রয়েছে বেশ কিছু পুরোনো জামা-কাপড়ও ।
লালারসের নমুনা দিতে এসে সংক্রামিত হওয়ার আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষ । গাফিলির কথা মেনে নিয়েছেন মেডিক্যাল কলেজের সুপারও ৷ তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার কথা তাঁর মুখে ৷
কোরোনা উপসর্গ নিয়ে লালারসের নমুনা পরীক্ষা করাতে মালদা মেডিকেলে এসেছিলেন এক মহিলা । তিনি বলেন, “আমরা আজ কোরোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা দিতে এসেছি । এখানে এসে দেখছি পুরো জায়গাটা ভীষণ অস্বাস্থ্যকর । আমাদের পরিবারের এক সদস্য করোনা সংক্রামিত হয়ে কোভিড ওয়ার্ডে রয়েছেন । তাঁর থেকে জানতে পারলাম ভেতরেও বেশ নোংরা রয়েছে । যেখানে একজন একজন করে লালারসের নমুনা নিয়ে ছেড়ে দেওয়ার কথা, সেখানে ভিড় করে লালারসের নমুনা নেওয়া হচ্ছে । চারিদিকে পিপিই কিট পড়ে রয়েছে ।’’
সুপার ডাঃ পূরঞ্জয় সাহা বলেন, “যাঁরা এই কাজের দায়িত্বে রয়েছেন সকলে ডেকে পাঠানো হয়েছে । বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে । সিসি ক্যামেরার ফুটেজ দেখে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।”