ETV Bharat / state

দৃষ্টিশক্তি হারানোয় কর্মহীন! অস্বাভাবিক মৃত্যু পৌরসভার অস্থায়ী কর্মীর

Unnatural Death: এক ব্যক্তি পৌরসভায় দুই জায়গায় কাজ করছিলেন ৷ কিন্তু, পৌরসভার নিয়মে তা করা যায় না ৷ তাই সাফাই কর্মীর কাজ হারিয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার অস্থায়ী কর্মী ৷ সেই কাজ হারানোর পর গতকাল রাতে ওই ব্যক্তি অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:32 AM IST

মালদা, 3 জানুয়ারি: দৃষ্টিশক্তি চলে যাওয়ায় ইংরেজবাজার পৌরসভার সাফাইকর্মীর কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ আর সেই ঘটনার পর গতকাল রাতে ওই সাফাইকর্মী অ্যাসিড দেহ উদ্ধার হয়েছে ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, কাজ চলে যাওয়ার পরে আর্থিক সমস্যায় ছিলেন ৷ সেই কারণেই তিনি নাকি, অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি ৷ মৃত ওই ব্যক্তির নাম বিভাষরঞ্জন ঘোষ (53) ৷ যদিও, এই ঘটনায় পৌরসভার তরফে বলা হয়েছে, অস্থায়ী কর্মীর পাশাপাশি ওই ব্যক্তি সাফাই কর্মীর কাজ করতেন ৷ তাঁকে নিয়ম মেনে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

মালদা শহরের ঘোষপাড়ার বাসিন্দা বিভাষরঞ্জন ঘোষ ইংরেজবাজার পৌরসভায় অস্থায়ী কর্মীর পাশাপাশি, সেখানে সাফাইয়ের কাজ করতেন ৷ সম্প্রতি তিনি দৃষ্টি শক্তি হারান ৷ তারপরেই সাফাই কর্মীর কাজ হারান বলে অভিযোগ করে পরিবার ৷ তবে, পৌরসভার তরফে বলা হয়েছে, একজন ব্যক্তি কখনই পৌরসভায় দু’টি কাজ করতে পারেন না ৷ সাফাই কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি, অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ৷ গতমাসে অস্থায়ী কর্মীর কাজের জন্য বেতন পেয়েছেন বলে জানিয়েছে ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ ৷

কিন্তু, পরিবারের অভিযোগ গত সাতমাস ধরে তিনি নাকি বেতন পাচ্ছিলেন না ৷ এ দিকে বাড়িতে স্ত্রী ও সন্তানদের খরচ জোগানো দায় হয়ে যাচ্ছিল তাঁর ৷ দুই মেয়ের একজন উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির ছাত্রী ৷ সংসার খরচ জোগাতে না পারায় গতকাল রাতে অ্যাসিড খেয়ে নেন ৷ তড়িঘড়ি তাঁকে মালদা মেডিক্যাল কলেজে ভরতি করা হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ আজ বিভাষরঞ্জন ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

বিভাষবাবুর বৌদি বলেন, “আমার দেওর পৌরসভার শৌচালয়ে কাজ করত ৷ চোখের দৃষ্টিশক্তি হারানোর পর সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ আর্থিক অভাবে মানসিক চাপ বাড়তে থাকে তাঁর ৷ গতকাল অ্যাসিড খেয়ে নেন তিনি ৷ আমরা চাইছি ওনার স্ত্রীকে যদি কাজ দেওয়া যায় তবে, অন্তত সংসারটা কোনও মতে চলবে ৷”

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ তবে, বেতন পাননি এই অভিযোগ সঠিক নয় ৷ উনি পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার সঙ্গে সঙ্গে শৌচালয়ের দায়িত্বও সামলাতেন ৷ কিন্তু, আইন অনুযায়ী কোনও ব্যক্তি দু’টো জায়গায় একসঙ্গে কাজ করতে পারেন না ৷ তাই ওনাকে বলা হয়েছিল উনি সেখানে বসতে পারেন ৷ কিন্তু, উনি শুধুমাত্র অস্থায়ী কর্মীর বেতনটা পাবেন ৷ গতমাসেও উনি নিজের বেতন পেয়েছেন ৷ ওনার পরিবারের কেউ যদি ওনার জায়গায় কাজ করার আবেদন জানান, সেই কাজ দেওয়া হবে ৷”

আরও পড়ুন:

  1. ভেন্টিলেশনে সদ্যোজাত, সন্তান-উদ্বেগে হাসপাতালেই আত্মঘাতী মহিলা
  2. রাখাল ও বাঘের গল্প বাস্তবে ! একাধিকবার আত্মহত্যার হুমকি, 16 বারে সত্যিই লাগল ফাঁস
  3. দুর্গন্ধ পেয়ে থানায় প্রতিবেশীরা, উদ্ধার হল স্বামী-স্ত্রী-মেয়ের ঝুলন্ত দেহ!

মালদা, 3 জানুয়ারি: দৃষ্টিশক্তি চলে যাওয়ায় ইংরেজবাজার পৌরসভার সাফাইকর্মীর কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ আর সেই ঘটনার পর গতকাল রাতে ওই সাফাইকর্মী অ্যাসিড দেহ উদ্ধার হয়েছে ৷ পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, কাজ চলে যাওয়ার পরে আর্থিক সমস্যায় ছিলেন ৷ সেই কারণেই তিনি নাকি, অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি ৷ মৃত ওই ব্যক্তির নাম বিভাষরঞ্জন ঘোষ (53) ৷ যদিও, এই ঘটনায় পৌরসভার তরফে বলা হয়েছে, অস্থায়ী কর্মীর পাশাপাশি ওই ব্যক্তি সাফাই কর্মীর কাজ করতেন ৷ তাঁকে নিয়ম মেনে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

মালদা শহরের ঘোষপাড়ার বাসিন্দা বিভাষরঞ্জন ঘোষ ইংরেজবাজার পৌরসভায় অস্থায়ী কর্মীর পাশাপাশি, সেখানে সাফাইয়ের কাজ করতেন ৷ সম্প্রতি তিনি দৃষ্টি শক্তি হারান ৷ তারপরেই সাফাই কর্মীর কাজ হারান বলে অভিযোগ করে পরিবার ৷ তবে, পৌরসভার তরফে বলা হয়েছে, একজন ব্যক্তি কখনই পৌরসভায় দু’টি কাজ করতে পারেন না ৷ সাফাই কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি, অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ৷ গতমাসে অস্থায়ী কর্মীর কাজের জন্য বেতন পেয়েছেন বলে জানিয়েছে ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ ৷

কিন্তু, পরিবারের অভিযোগ গত সাতমাস ধরে তিনি নাকি বেতন পাচ্ছিলেন না ৷ এ দিকে বাড়িতে স্ত্রী ও সন্তানদের খরচ জোগানো দায় হয়ে যাচ্ছিল তাঁর ৷ দুই মেয়ের একজন উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির ছাত্রী ৷ সংসার খরচ জোগাতে না পারায় গতকাল রাতে অ্যাসিড খেয়ে নেন ৷ তড়িঘড়ি তাঁকে মালদা মেডিক্যাল কলেজে ভরতি করা হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ আজ বিভাষরঞ্জন ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

বিভাষবাবুর বৌদি বলেন, “আমার দেওর পৌরসভার শৌচালয়ে কাজ করত ৷ চোখের দৃষ্টিশক্তি হারানোর পর সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ আর্থিক অভাবে মানসিক চাপ বাড়তে থাকে তাঁর ৷ গতকাল অ্যাসিড খেয়ে নেন তিনি ৷ আমরা চাইছি ওনার স্ত্রীকে যদি কাজ দেওয়া যায় তবে, অন্তত সংসারটা কোনও মতে চলবে ৷”

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ তবে, বেতন পাননি এই অভিযোগ সঠিক নয় ৷ উনি পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার সঙ্গে সঙ্গে শৌচালয়ের দায়িত্বও সামলাতেন ৷ কিন্তু, আইন অনুযায়ী কোনও ব্যক্তি দু’টো জায়গায় একসঙ্গে কাজ করতে পারেন না ৷ তাই ওনাকে বলা হয়েছিল উনি সেখানে বসতে পারেন ৷ কিন্তু, উনি শুধুমাত্র অস্থায়ী কর্মীর বেতনটা পাবেন ৷ গতমাসেও উনি নিজের বেতন পেয়েছেন ৷ ওনার পরিবারের কেউ যদি ওনার জায়গায় কাজ করার আবেদন জানান, সেই কাজ দেওয়া হবে ৷”

আরও পড়ুন:

  1. ভেন্টিলেশনে সদ্যোজাত, সন্তান-উদ্বেগে হাসপাতালেই আত্মঘাতী মহিলা
  2. রাখাল ও বাঘের গল্প বাস্তবে ! একাধিকবার আত্মহত্যার হুমকি, 16 বারে সত্যিই লাগল ফাঁস
  3. দুর্গন্ধ পেয়ে থানায় প্রতিবেশীরা, উদ্ধার হল স্বামী-স্ত্রী-মেয়ের ঝুলন্ত দেহ!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.