ETV Bharat / state

পুলকারের ধাক্কায় মৃত ২, গাড়িতে আগুন জনতার - death

পুলকারের ধাক্কায় মৃত্যু হল এক যুবতি ও তাঁর আম্মার। দুর্ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের যদুপুর বাঁধরোড বাজারপাড়া সংলগ্ন এলাকায়।

গাড়িতে আগুন
author img

By

Published : Mar 13, 2019, 9:58 PM IST

মালদা, ১৩ মার্চ : পুলকারের ধাক্কায় মৃত্যু হল এক যুবতি ও তাঁর আম্মার। মৃতদের নাম আসমিরা বিবি (২৫) ও নার্গিস বিবি। দুর্ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের যদুপুর বাঁধরোড বাজারপাড়া সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়।

আজ দুপুর দেড়টা নাগাদ স্কুলের ছাত্র-ছাত্রী বহনকারী পুলকারের ধাক্কায় মৃত্যু হয় আসমিরা বিবি ও নার্গিস বিবির। গুরুতর আহত হয়েছে আসমিরা বিবির ছেলে আসিফ মেহেবুব (৫) ও তাঁর দাদার মেয়ে জাসমিন (৬)।

১৯ মার্চ আসমিরা বিবির বাড়িতে অনুষ্ঠান রয়েছে। তাঁরা আজ দুপুরে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়েছিলেন। সেই সময় বাঁধরোড বাজার সংলগ্ন এলাকায় একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় আসমিরার। বাকি ৩ জনকে গাড়ির তলা থেকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে মৃত্যু হয় নার্গিস বিবির।

চাঁচল থানার IC সুকুমার ঘোষ বলেন, "ঘটনার পর থেকেই চালক পলাতক। উওেজিত জনতা পুলকার ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। চালকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।"

মালদা, ১৩ মার্চ : পুলকারের ধাক্কায় মৃত্যু হল এক যুবতি ও তাঁর আম্মার। মৃতদের নাম আসমিরা বিবি (২৫) ও নার্গিস বিবি। দুর্ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের যদুপুর বাঁধরোড বাজারপাড়া সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়।

আজ দুপুর দেড়টা নাগাদ স্কুলের ছাত্র-ছাত্রী বহনকারী পুলকারের ধাক্কায় মৃত্যু হয় আসমিরা বিবি ও নার্গিস বিবির। গুরুতর আহত হয়েছে আসমিরা বিবির ছেলে আসিফ মেহেবুব (৫) ও তাঁর দাদার মেয়ে জাসমিন (৬)।

১৯ মার্চ আসমিরা বিবির বাড়িতে অনুষ্ঠান রয়েছে। তাঁরা আজ দুপুরে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়েছিলেন। সেই সময় বাঁধরোড বাজার সংলগ্ন এলাকায় একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় আসমিরার। বাকি ৩ জনকে গাড়ির তলা থেকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে মৃত্যু হয় নার্গিস বিবির।

চাঁচল থানার IC সুকুমার ঘোষ বলেন, "ঘটনার পর থেকেই চালক পলাতক। উওেজিত জনতা পুলকার ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। চালকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.