ETV Bharat / state

Students Drowned in Malda : ঈদের ছুটিতে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত 2 পড়ুয়া - Students Drowned in Malda

পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত দুই (2 Students Drowned in Malda) ৷ ঘটনাটি ইংরেজবাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বাদলপুরের । দিঘিতে জাল ফেলে উদ্ধার করা হয়েছে দু'জনের দেহ ৷ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷

Malda News
মালদায় জলে ডুবে মৃত দুই যুবক
author img

By

Published : May 5, 2022, 10:52 AM IST

মালদা, ৪ মে : ঈদের ছুটিতে বাড়িতে এসে দিঘির পাড়ে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই পড়ুয়ার (2 Students Drowned in Malda)। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন আরও দু'জন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্য়ালে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বাদলপুরে । মৃত দুই পড়ুয়ার নাম রিজউনুল করিম (20) ও সাহেহুজ্জাবান (20)। দু'জনেই সুজাপুরের মুলবিপাড়ার বাসিন্দা ।

আরও পড়ুন : গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চারজন যুবক কৃষ্ণপুর এলাকায় বড় দিঘিতে পিকনিক করতে যান । চারজনই নৌকায় করে দিঘিতে ঘুরছিলেন । হঠাৎ নৌকা মাঝ দিঘিতে ডুবে যায় । দু'জন কোনওরকমে সাঁতরে চরে উঠে আসেন । বাকি দু'জন জলে তলিয়ে যান । এদিকে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশও । পরে জাল দিয়ে দুই যুবককে উদ্ধার করে স্থানীয়রা । তড়িঘড়ি তাঁদের মালদা মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানান ।

মালদার কৃষ্ণপুর এলাকার বড় দিঘিতে চলছে উদ্ধারকার্য

মৃত এক যুবকের আত্মীয় মহম্মদ সফিকুল জানান, ঈদের ছুটিতে এরা বাড়িতে এসেছিল । চার বন্ধু পিকনিক করতে গিয়ে নৌকায় করে ঘুরছিল । সেই সময় নৌকা ডুবে যায় । দু'জন সাঁতরে কোনওরকমে বেঁচে যায় । তবে বাকি দু'জন বন্ধু মারা গিয়েছে । চারজন এক সঙ্গে নিট পরীক্ষার জন্য কলকাতায় কোচিং নিচ্ছিলেন ।

মালদা, ৪ মে : ঈদের ছুটিতে বাড়িতে এসে দিঘির পাড়ে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই পড়ুয়ার (2 Students Drowned in Malda)। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন আরও দু'জন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্য়ালে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর বাদলপুরে । মৃত দুই পড়ুয়ার নাম রিজউনুল করিম (20) ও সাহেহুজ্জাবান (20)। দু'জনেই সুজাপুরের মুলবিপাড়ার বাসিন্দা ।

আরও পড়ুন : গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চারজন যুবক কৃষ্ণপুর এলাকায় বড় দিঘিতে পিকনিক করতে যান । চারজনই নৌকায় করে দিঘিতে ঘুরছিলেন । হঠাৎ নৌকা মাঝ দিঘিতে ডুবে যায় । দু'জন কোনওরকমে সাঁতরে চরে উঠে আসেন । বাকি দু'জন জলে তলিয়ে যান । এদিকে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশও । পরে জাল দিয়ে দুই যুবককে উদ্ধার করে স্থানীয়রা । তড়িঘড়ি তাঁদের মালদা মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানান ।

মালদার কৃষ্ণপুর এলাকার বড় দিঘিতে চলছে উদ্ধারকার্য

মৃত এক যুবকের আত্মীয় মহম্মদ সফিকুল জানান, ঈদের ছুটিতে এরা বাড়িতে এসেছিল । চার বন্ধু পিকনিক করতে গিয়ে নৌকায় করে ঘুরছিল । সেই সময় নৌকা ডুবে যায় । দু'জন সাঁতরে কোনওরকমে বেঁচে যায় । তবে বাকি দু'জন বন্ধু মারা গিয়েছে । চারজন এক সঙ্গে নিট পরীক্ষার জন্য কলকাতায় কোচিং নিচ্ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.