ETV Bharat / state

ডাইনি অপবাদে মাকে খুনের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে - ডাইনি অপবাদে মাকে খুনের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

ডাইনি অপবাদে পিটিয়ে ও শ্বাসরোধ করে মাকে খুনের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে ৷ মৃতার নাম বুধিন হেমব্রম (52) ৷ মৃতার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মালদা থানার পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷

Two sons accused of murdering their mother in witchcraft slander
Two sons accused of murdering their mother in witchcraft slander
author img

By

Published : Jun 11, 2021, 11:09 AM IST

মালদা , 11 জুন : ডাইনি অপবাদে মাকে খুন ! হ্যাঁ এমনটাই অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে ৷ মৃতার নাম বুধিন হেমব্রম (52) ৷

স্থানীয় সূত্রে খবর, দু'মাস আগেই বিধবা হয়েছিলেন বুধিন হেমব্রম ৷ তাঁর স্বামীর মৃত্যুর পরেই তাঁর উপর শুরু হয় অত্যাচার ৷ বুধিনের চার ছেলে ৷ তার মধ্যে দু'জনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে বুধিন ৷

এক পড়শি অষ্টমী হাঁসদা বলছেন, “দু’মাস আগে থেকেই ছেলেরা মাকে ফুসকিন (ডাইনি) অপবাদ দিত ৷ মাকে বলত, তুমি আমাদের বাবাকে খেয়েছ, গ্রামের লোকজনকে খাচ্ছ, আমাদেরও খাচ্ছ ৷ কিন্তু এটা সম্ভব ? কোনও মা নিজের ছেলেকে খেতে পারে ? নাকি স্বামীকে ! ছেলেরাই এই মহিলাকে খুন করেছে ৷ আমরা তিন ছেলেরই ফাঁসির দাবি করছি ৷”

Two sons accused of murdering their mother in witchcraft slander
দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতিবেশীরা

আরও পড়ুন : তৃণমূল নেতাদের সঙ্গে চা চক্র, প্রণব-পুত্র অভিজিৎকে নিয়ে তুমুল জল্পনা

স্থানীয় সূত্রে অভিযোগ, সম্পত্তি হাতানোর উদ্দেশেই খুন করা হয়েছে বুধিন হেমব্রমকে ৷ পিটিয়ে ও শ্বাসরোধ করে মাকে খুন করার অভিযোগ উঠেছে ওই দুই ছেলের বিরুদ্ধে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ অভিযুক্তরা পলাতক ৷

ডাইনি অপবাদে মাকে খুনের অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধ

মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, “আজ দক্ষিণ ভাটরা গ্রামের আদিবাসীপাড়া থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় গ্রামবাসীরা দুই ছেলের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ অভিযুক্ত দুই ছেলে গা ঢাকা দিয়েছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্তও শুরু করা হয়েছে ৷”

মালদা , 11 জুন : ডাইনি অপবাদে মাকে খুন ! হ্যাঁ এমনটাই অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে ৷ মৃতার নাম বুধিন হেমব্রম (52) ৷

স্থানীয় সূত্রে খবর, দু'মাস আগেই বিধবা হয়েছিলেন বুধিন হেমব্রম ৷ তাঁর স্বামীর মৃত্যুর পরেই তাঁর উপর শুরু হয় অত্যাচার ৷ বুধিনের চার ছেলে ৷ তার মধ্যে দু'জনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে বুধিন ৷

এক পড়শি অষ্টমী হাঁসদা বলছেন, “দু’মাস আগে থেকেই ছেলেরা মাকে ফুসকিন (ডাইনি) অপবাদ দিত ৷ মাকে বলত, তুমি আমাদের বাবাকে খেয়েছ, গ্রামের লোকজনকে খাচ্ছ, আমাদেরও খাচ্ছ ৷ কিন্তু এটা সম্ভব ? কোনও মা নিজের ছেলেকে খেতে পারে ? নাকি স্বামীকে ! ছেলেরাই এই মহিলাকে খুন করেছে ৷ আমরা তিন ছেলেরই ফাঁসির দাবি করছি ৷”

Two sons accused of murdering their mother in witchcraft slander
দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতিবেশীরা

আরও পড়ুন : তৃণমূল নেতাদের সঙ্গে চা চক্র, প্রণব-পুত্র অভিজিৎকে নিয়ে তুমুল জল্পনা

স্থানীয় সূত্রে অভিযোগ, সম্পত্তি হাতানোর উদ্দেশেই খুন করা হয়েছে বুধিন হেমব্রমকে ৷ পিটিয়ে ও শ্বাসরোধ করে মাকে খুন করার অভিযোগ উঠেছে ওই দুই ছেলের বিরুদ্ধে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ অভিযুক্তরা পলাতক ৷

ডাইনি অপবাদে মাকে খুনের অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধ

মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, “আজ দক্ষিণ ভাটরা গ্রামের আদিবাসীপাড়া থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় গ্রামবাসীরা দুই ছেলের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ অভিযুক্ত দুই ছেলে গা ঢাকা দিয়েছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্তও শুরু করা হয়েছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.