ETV Bharat / state

হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার জাল আধার কার্ড চক্রের দুই পাণ্ডা

author img

By

Published : Oct 7, 2020, 3:58 PM IST

হরিশ্চন্দ্রপুর এলাকায় কয়েকদিন ধরেই চলছিল এই বেআইনি আধার কার্ড তৈরির কেন্দ্রটি ৷ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের থেকে আধার কার্ড তৈরির নামে মোটা টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ ৷

Arrested 2
Arrested 2

মালদা, 7 অক্টোবর : কয়েকদিন থেকেই এলাকায় রমরমিয়ে চলছিল বেআইনি আধার কার্ড তৈরির চক্র । বিভিন্ন গ্রামে এক এক দিন সেই অস্থায়ী কেন্দ্র বসছে । খবর পেয়ে তেমনই এক কেন্দ্রে হানা দিয়ে জাল আধার কার্ড তৈরি চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন সহ আধার কার্ড তৈরিতে ব্যবহৃত যাবতীয় সরঞ্জাম । মালদার হরিশ্চন্দ্রপুরের চণ্ডীপুর এলাকার ঘটনা ৷ ধৃতদের নাম অভিজিৎ দাস (38) ও আবদুর রউফ (32) ।

হরিশ্চন্দ্রপুর এলাকায় কয়েকদিন ধরেই চলছিল এই বেআইনি আধার কার্ড তৈরির কেন্দ্রটি ৷ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের থেকে আধার কার্ড তৈরির নামে মোটা টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ ৷ এনিয়ে গতকাল এক ব্যক্তি পুলিশে অভিযোগ জানায় ৷ জানা যায়, এই চক্রের পাণ্ডারা স্থানীয় তুলসিহাটা এলাকার বাসিন্দা ৷ এরপরই পুলিশ হানা দেয় চণ্ডীপুর গ্রামে ৷ গতকাল সেখানেই এই কেন্দ্রটি চলছিল ৷ পুলিশ সূত্রের খবর, এই কেন্দ্রের কোনও সরকারি অনুমোদন নেই ৷ এরপরই সেখান থেকে গ্রেপ্তার করা হয় অভিজিৎ ও আবদুর নামে দু’জনকে ৷ তবে শুধু এই দু’জনই নয়, এর পিছনে আরও অনেকে জড়িয়ে রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ ৷

হরিশচন্দ্র পুর থানার IC সঞ্জীবকুমার দাস বলেন, “ধৃত দুই ব্যক্তি গতকাল দুপুর থেকে চণ্ডীপুর গ্রামে আধার কার্ড তৈরির অস্থায়ী কেন্দ্র চালাতে শুরু করে । খবর পেয়ে বিকেলে সেখানে হানা দেওয়া হয় । তদন্ত করে দেখা যায়, আধার কার্ড তৈরির জন্য তাদের কোনও অনুমোদন নেই ৷ এরপরই তাদের গ্রেপ্তার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন সহ আধার কার্ড তৈরির যাবতীয় সরঞ্জাম ৷ কিছু নগদও বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

মালদা, 7 অক্টোবর : কয়েকদিন থেকেই এলাকায় রমরমিয়ে চলছিল বেআইনি আধার কার্ড তৈরির চক্র । বিভিন্ন গ্রামে এক এক দিন সেই অস্থায়ী কেন্দ্র বসছে । খবর পেয়ে তেমনই এক কেন্দ্রে হানা দিয়ে জাল আধার কার্ড তৈরি চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন সহ আধার কার্ড তৈরিতে ব্যবহৃত যাবতীয় সরঞ্জাম । মালদার হরিশ্চন্দ্রপুরের চণ্ডীপুর এলাকার ঘটনা ৷ ধৃতদের নাম অভিজিৎ দাস (38) ও আবদুর রউফ (32) ।

হরিশ্চন্দ্রপুর এলাকায় কয়েকদিন ধরেই চলছিল এই বেআইনি আধার কার্ড তৈরির কেন্দ্রটি ৷ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের থেকে আধার কার্ড তৈরির নামে মোটা টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ ৷ এনিয়ে গতকাল এক ব্যক্তি পুলিশে অভিযোগ জানায় ৷ জানা যায়, এই চক্রের পাণ্ডারা স্থানীয় তুলসিহাটা এলাকার বাসিন্দা ৷ এরপরই পুলিশ হানা দেয় চণ্ডীপুর গ্রামে ৷ গতকাল সেখানেই এই কেন্দ্রটি চলছিল ৷ পুলিশ সূত্রের খবর, এই কেন্দ্রের কোনও সরকারি অনুমোদন নেই ৷ এরপরই সেখান থেকে গ্রেপ্তার করা হয় অভিজিৎ ও আবদুর নামে দু’জনকে ৷ তবে শুধু এই দু’জনই নয়, এর পিছনে আরও অনেকে জড়িয়ে রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ ৷

হরিশচন্দ্র পুর থানার IC সঞ্জীবকুমার দাস বলেন, “ধৃত দুই ব্যক্তি গতকাল দুপুর থেকে চণ্ডীপুর গ্রামে আধার কার্ড তৈরির অস্থায়ী কেন্দ্র চালাতে শুরু করে । খবর পেয়ে বিকেলে সেখানে হানা দেওয়া হয় । তদন্ত করে দেখা যায়, আধার কার্ড তৈরির জন্য তাদের কোনও অনুমোদন নেই ৷ এরপরই তাদের গ্রেপ্তার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন সহ আধার কার্ড তৈরির যাবতীয় সরঞ্জাম ৷ কিছু নগদও বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.