ETV Bharat / state

বিক্ষোভের ঢেউ মালদাতেও, চাঁচলে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের - গ্রেফতার ফিরহাদ হাকিম

হরিশ্চন্দ্রপুরগামী 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল৷ তবে কোভিড পরিস্থিতিতে খুব বড় জমায়েত করা হয়নি৷ অবরোধ বেশিক্ষণও চলেনি৷

চাঁচলে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের
ছবি
author img

By

Published : May 17, 2021, 5:00 PM IST

মালদা, 17 মে : ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল মালদাতেও ৷ এই ঘটনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে চাঁচলে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা ৷ নেতৃত্বে ছিলেন এলাকার নবনির্বাচিত বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ৷

নারদ কাণ্ডে আজ সকালে কলকাতায় সিবিআই গ্রেফতার করে ফিরহাদ-সুব্রত-মদন-শোভনকে ৷ তার পরেই রাজ্য জুড়ে শুরু হয়ে যায় তৃণমূলের প্রতিবাদ ৷ নিজাম প্যালেসে গিয়ে কার্যত ধর্ণা শুরু করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, তাঁকেও গ্রেপ্তার করতে হবে৷ তৃণমূলনেত্রীর প্রতিবাদ সংক্রমিত হয় রাজ্যের তৃণমূল কর্মীদের৷ বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় পথ অবরোধ সহ একাধিক প্রতিবাদ বিক্ষোভ৷ তার রেশ এসে পড়ে চাঁচলেও৷ সেখানে হরিশ্চন্দ্রপুরগামী 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল৷ তবে কোভিড পরিস্থিতিতে খুব বড় জমায়েত করা হয়নি৷ অবরোধ বেশিক্ষণও চলেনি৷

সদ্য নির্বাচিত চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, “আজ অগণতান্ত্রিকভাবে তৃণমূলে সৈনিকদের গ্রেপ্তার করা হয়েছে৷ আইন না মেনেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে৷ কেন্দ্রের বিজেপি সরকার এভাবে তাঁদের উপর চাপ তৈরি করতে চাইছে৷ অথচ একই অভিযোগে বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হয়নি৷ আইন সবার ক্ষেত্রেই এক হওয়া উচিত৷ শুধু তৃণমূল করার অপরাধে কাউকে গ্রেপ্তার করা সঠিক নয়৷ আমরা দিল্লিকে বার্তা দিতে চাই, ব্রিটিশ অত্যাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে বাঙালি শহিদ হয়েছে৷ কিন্তু দেশ থেকে ব্রিটিশ তাড়িয়েছে৷ বাংলার উপর এভাবে অত্যাচার চালানো হলে আগামীতে দিল্লির সরকারকে সরিয়ে দিতেও বাংলা দ্বিধাবোধ করবে না৷”

মালদা, 17 মে : ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল মালদাতেও ৷ এই ঘটনার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে চাঁচলে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা ৷ নেতৃত্বে ছিলেন এলাকার নবনির্বাচিত বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ৷

নারদ কাণ্ডে আজ সকালে কলকাতায় সিবিআই গ্রেফতার করে ফিরহাদ-সুব্রত-মদন-শোভনকে ৷ তার পরেই রাজ্য জুড়ে শুরু হয়ে যায় তৃণমূলের প্রতিবাদ ৷ নিজাম প্যালেসে গিয়ে কার্যত ধর্ণা শুরু করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, তাঁকেও গ্রেপ্তার করতে হবে৷ তৃণমূলনেত্রীর প্রতিবাদ সংক্রমিত হয় রাজ্যের তৃণমূল কর্মীদের৷ বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় পথ অবরোধ সহ একাধিক প্রতিবাদ বিক্ষোভ৷ তার রেশ এসে পড়ে চাঁচলেও৷ সেখানে হরিশ্চন্দ্রপুরগামী 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল৷ তবে কোভিড পরিস্থিতিতে খুব বড় জমায়েত করা হয়নি৷ অবরোধ বেশিক্ষণও চলেনি৷

সদ্য নির্বাচিত চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, “আজ অগণতান্ত্রিকভাবে তৃণমূলে সৈনিকদের গ্রেপ্তার করা হয়েছে৷ আইন না মেনেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে৷ কেন্দ্রের বিজেপি সরকার এভাবে তাঁদের উপর চাপ তৈরি করতে চাইছে৷ অথচ একই অভিযোগে বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হয়নি৷ আইন সবার ক্ষেত্রেই এক হওয়া উচিত৷ শুধু তৃণমূল করার অপরাধে কাউকে গ্রেপ্তার করা সঠিক নয়৷ আমরা দিল্লিকে বার্তা দিতে চাই, ব্রিটিশ অত্যাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে বাঙালি শহিদ হয়েছে৷ কিন্তু দেশ থেকে ব্রিটিশ তাড়িয়েছে৷ বাংলার উপর এভাবে অত্যাচার চালানো হলে আগামীতে দিল্লির সরকারকে সরিয়ে দিতেও বাংলা দ্বিধাবোধ করবে না৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.