ETV Bharat / state

Panchayat Elections 2023: তীব্র কোন্দল তৃণমূলে, জেলা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি সহ সভাপতির - জেলা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি সহসভাপতির

দলের জেলা কমিটির কী সিদ্ধান্ত তা জানেন না সহসভাপতি ৷ পঞ্চায়েত নির্বাচনে দলের পুরনো নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়া হয়নি বলেও দাবি করেছেন তৃণমূলের ওই সহসভাপতি ৷

Panchayat Elections 2023
জেলা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি সহসভাপতির
author img

By

Published : Jun 22, 2023, 8:11 PM IST

জেলা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি সহসভাপতির

মালদা, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নিয়ে দলের জেলা কমিটির সিদ্ধান্ত জানতেন না খোদ সহসভাপতি! তেমনটাই দাবি করেছেন মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি বিভূতিভূষণ ঘোষ ৷ এ নিয়ে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তদন্তেরও দাবি জানিয়েছেন ৷ তাঁর মন্তব্য, এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের পুরনো নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়া হয়নি ৷ তাঁদের কথা না-ভেবে অন্য দল থেকে যাঁরা দলে এসেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এমনকী সিপিএমের লোকজনকেও তৃণমূলের প্রার্থী করা হয়েছে ৷ ভোটের মুখে বিভূতিবাবুর এহেন মন্তব্যে আরও এক পরত অস্বস্তি বেড়েছে জেলার ঘাসফুল শিবিরে ৷

বিভূতিবাবুর নিশানা যে দলের জেলা সভাপতির দিকে, তা বুঝতে কারও বাকি নেই ৷ তবে এ নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূলের কোনও নেতা ৷ নীরব খোদ দলের জেলা সভাপতিও ৷ মালদা জেলায় বাম বিরোধী রাজনীতিতে পরিচিত মুখ বিভূতিভূষণ ঘোষ ৷ পোড় খাওয়া রাজনীতিবিদ তিনি ৷ একদা কংগ্রেস, এখন তৃণমূলে ৷ একসময় পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানও ছিলেন ৷ বর্তমানে তিনি জেলা তৃণমূলের সহসভাপতি ৷ তাঁর বক্তব্য, "আগে যাঁরা বামফ্রন্ট, মূলত সিপিএমের বিরুদ্ধে 34 বছর আন্দোলন করেছেন, লড়াই করেছেন, তাঁরাই পরে তৃণমূলের সৈনিক হন ৷ এবারের নির্বাচনে সেই কর্মীদেরই দূরে সরিয়ে রাখা হয়েছে ৷"

আরও পড়ুন: সময়ের অভাবে ভোট প্রচারে বিপুল চাহিদা ফ্লেক্সের, প্রিন্টিং প্রেসগুলিতে ব্যস্ততা তুঙ্গে

তিনি আরও বলেন, "এবার তৃণমূলের জেলা কমিটি আমাদের সঙ্গেও কোনও যোগাযোগ রাখেনি ৷ এই জেলায় আমরা দু'জন তৃণমূলের সহ সভাপতি রয়েছি, দু'জন সম্পাদক রয়েছেন, তাঁদের সঙ্গেও জেলা কমিটি কোনও যোগাযোগ রাখেনি ৷ আমাদের কাছে অভিযোগ আসছে, যারা আগে কংগ্রেস করেছে, বিভিন্ন সময় প্রার্থী হয়েছে, জনপ্রতিনিধি থেকেছে, পরে তৃণমূলে যোগ দিয়েছে, তাদের অনেকেই এবার তৃণমূলের টিকিট থেকে বঞ্চিত হয়েছে ৷ এতে পুরাতন মালদা ব্লকে দলের ভিতরেই একটা ক্ষোভ রয়েছে ৷ এর বহিঃপ্রকাশও মাঝেমধ্যে দেখা যাচ্ছে ৷"

বিভূতিবাবুর দাবি, তৃণমূলের জেলা কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের অনেকে কখনও কংগ্রেস করেননি ৷ অন্য দল থেকে এসেছেন ৷ পুরাতন মালদা একসময় জাতীয় কংগ্রেসের মাটি ছিল ৷ এই মাটিতে সিপিএমের সঙ্গে লড়াই করে যাঁরা কংগ্রেসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন, তাঁরাই পরে তৃণমূলে যোগ দেন৷ অথচ তাঁদের এবার নির্বাচনে দল কোনও গুরুত্ব দেয়নি ৷ অথচ যাঁরা প্রকৃত বামপন্থী, তাঁদের ভোটের টিকিট দেওয়া হয়েছে ৷ এনিয়ে আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তদন্তের দাবি জানাচ্ছি ৷ যারা দলের ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ৷ যদি তা না-করা হয়, তবে আমরা হয়তো তৃণমূলই করব, তবে দলটার অনেক ক্ষতি হয়ে যাবে ৷ এ নিয়ে প্রতিক্রিয়া পেতে তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সির সঙ্গে যোগাযোগ করা হলে বৈঠকে ব্যস্ত রয়েছেন জানিয়ে ফোন কেটে দেন তিনি ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিয়ালদা স্টেশনে প্রচারে কুণাল

জেলা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি সহসভাপতির

মালদা, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নিয়ে দলের জেলা কমিটির সিদ্ধান্ত জানতেন না খোদ সহসভাপতি! তেমনটাই দাবি করেছেন মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি বিভূতিভূষণ ঘোষ ৷ এ নিয়ে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তদন্তেরও দাবি জানিয়েছেন ৷ তাঁর মন্তব্য, এবারের পঞ্চায়েত নির্বাচনে দলের পুরনো নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়া হয়নি ৷ তাঁদের কথা না-ভেবে অন্য দল থেকে যাঁরা দলে এসেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এমনকী সিপিএমের লোকজনকেও তৃণমূলের প্রার্থী করা হয়েছে ৷ ভোটের মুখে বিভূতিবাবুর এহেন মন্তব্যে আরও এক পরত অস্বস্তি বেড়েছে জেলার ঘাসফুল শিবিরে ৷

বিভূতিবাবুর নিশানা যে দলের জেলা সভাপতির দিকে, তা বুঝতে কারও বাকি নেই ৷ তবে এ নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূলের কোনও নেতা ৷ নীরব খোদ দলের জেলা সভাপতিও ৷ মালদা জেলায় বাম বিরোধী রাজনীতিতে পরিচিত মুখ বিভূতিভূষণ ঘোষ ৷ পোড় খাওয়া রাজনীতিবিদ তিনি ৷ একদা কংগ্রেস, এখন তৃণমূলে ৷ একসময় পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানও ছিলেন ৷ বর্তমানে তিনি জেলা তৃণমূলের সহসভাপতি ৷ তাঁর বক্তব্য, "আগে যাঁরা বামফ্রন্ট, মূলত সিপিএমের বিরুদ্ধে 34 বছর আন্দোলন করেছেন, লড়াই করেছেন, তাঁরাই পরে তৃণমূলের সৈনিক হন ৷ এবারের নির্বাচনে সেই কর্মীদেরই দূরে সরিয়ে রাখা হয়েছে ৷"

আরও পড়ুন: সময়ের অভাবে ভোট প্রচারে বিপুল চাহিদা ফ্লেক্সের, প্রিন্টিং প্রেসগুলিতে ব্যস্ততা তুঙ্গে

তিনি আরও বলেন, "এবার তৃণমূলের জেলা কমিটি আমাদের সঙ্গেও কোনও যোগাযোগ রাখেনি ৷ এই জেলায় আমরা দু'জন তৃণমূলের সহ সভাপতি রয়েছি, দু'জন সম্পাদক রয়েছেন, তাঁদের সঙ্গেও জেলা কমিটি কোনও যোগাযোগ রাখেনি ৷ আমাদের কাছে অভিযোগ আসছে, যারা আগে কংগ্রেস করেছে, বিভিন্ন সময় প্রার্থী হয়েছে, জনপ্রতিনিধি থেকেছে, পরে তৃণমূলে যোগ দিয়েছে, তাদের অনেকেই এবার তৃণমূলের টিকিট থেকে বঞ্চিত হয়েছে ৷ এতে পুরাতন মালদা ব্লকে দলের ভিতরেই একটা ক্ষোভ রয়েছে ৷ এর বহিঃপ্রকাশও মাঝেমধ্যে দেখা যাচ্ছে ৷"

বিভূতিবাবুর দাবি, তৃণমূলের জেলা কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের অনেকে কখনও কংগ্রেস করেননি ৷ অন্য দল থেকে এসেছেন ৷ পুরাতন মালদা একসময় জাতীয় কংগ্রেসের মাটি ছিল ৷ এই মাটিতে সিপিএমের সঙ্গে লড়াই করে যাঁরা কংগ্রেসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন, তাঁরাই পরে তৃণমূলে যোগ দেন৷ অথচ তাঁদের এবার নির্বাচনে দল কোনও গুরুত্ব দেয়নি ৷ অথচ যাঁরা প্রকৃত বামপন্থী, তাঁদের ভোটের টিকিট দেওয়া হয়েছে ৷ এনিয়ে আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তদন্তের দাবি জানাচ্ছি ৷ যারা দলের ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ৷ যদি তা না-করা হয়, তবে আমরা হয়তো তৃণমূলই করব, তবে দলটার অনেক ক্ষতি হয়ে যাবে ৷ এ নিয়ে প্রতিক্রিয়া পেতে তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সির সঙ্গে যোগাযোগ করা হলে বৈঠকে ব্যস্ত রয়েছেন জানিয়ে ফোন কেটে দেন তিনি ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিয়ালদা স্টেশনে প্রচারে কুণাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.