ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : শাসকদলের সঙ্গে যোগ নেই, অথচ তৃণমূলের বহিষ্কৃত তালিকায় নাম ! মালদায় চরম বিভ্রান্তি - দলের নির্দেশ অমান্য করার শাস্তি, মালদায় 14 নির্দল প্রার্থীকে বহিষ্কার তৃণমূলের

যদিও তৃণমূল নেতৃত্বের এই বহিষ্কারের (TMC expels several independent candidates in malda) ঘোষণা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বহিষ্কৃতদের মধ্যে কয়েকজন কোনওদিনই তৃণমূলে ছিলেন না বলে শোনা যাচ্ছে ৷

TMC expels independent candidates
মালদায় 14 নির্দল প্রার্থীকে বহিষ্কার তৃণমূলের
author img

By

Published : Feb 19, 2022, 9:21 PM IST

Updated : Feb 19, 2022, 9:46 PM IST

মালদা, 19 ফেব্রুয়ারি : দলীয় নেতৃত্বের নির্দেশের পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াননি । পৌরভোটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন ৷ দল বিরোধী এই কাজের জন্য, 14 জন বিক্ষুব্ধ তথা নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের কথা শনিবার ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি (TMC expels 14 independent candidates in malda) । কিন্তু এই 14 জন নেতা-নেত্রীর প্রত্যেকেই তৃণমূল করতেন কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ বহিষ্কৃতদের তালিকায় এমন দু’জনের নাম রয়েছে যাঁরা কোনওদিন তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন না । আজও নেই । একজন লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছিলেন । আরও এমন দু’জনের নাম বহিষ্কৃতদের তালিকায় দেখা যাচ্ছে যাঁরা আগেই নিজেদের পদত্যাগপত্র দলকে পাঠিয়ে দিয়েছেন । এনিয়ে ভোটের আগে মুচকি হাসি বিরোধীদের মুখে । প্রশ্ন উঠেছে শাসকদলের অন্দরেও ।

সাবিনা ইয়াসমিন, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, সমর মুখোপাধ্যায়ের মতো নেতৃত্বকে পাশে রেখে জেলা তৃণমূল সভাপতি এদিন জানান, “দলীয় নির্দেশ মেনে ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ানোয় পুরাতন মালদা পৌরসভার পাঁচজন এবং ইংরেজবাজারের নয় নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে । এই প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিল, লিফলেট বিলি করে তাঁদের ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে । ইংরেজবাজারে এমন চারজন নিজেদের ভোট থেকে সরিয়ে নিয়েছেন । তাঁরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছেন । তাই তাঁদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে না ।”

TMC expels independent candidates
বহিষ্কৃতদের তালিকা

উল্লেখ্য,যে চারজনকে দল থেকে আজ বহিষ্কার করা হয়নি, তাঁদের কেউই লিফলেট বিলি করে ভোট ময়দান থেকে নিজেদের সরে দাঁড়ানোর বার্তা দেননি । এবিষয়ে আবদুর রহিম বকসির বক্তব্য, তাঁরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করায় লিফলেট বিলি পর্যন্ত অপেক্ষা করা হয়নি । এদিকে যে দুই প্রার্থী আগেই দলের কাছে নিজেদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, তাঁদেরও আজ বহিষ্কার করা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতির প্রতিক্রিয়া, "দল তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেনি । তাই আজ তাঁদের বহিষ্কার করা হয়েছে ।" তৃণমূল থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কাকলি চৌধুরির স্বামী পরিতোষ চৌধুরি এবং পুরাতন মালদার 19 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী রূপালি সাহা পালের স্বামী নৃপেন পালও ।

আরও পড়ুন : দিনহাটায় তৃণমূল প্রার্থীর স্বামী গুলিবিদ্ধ, অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

তবে এই বহিষ্কৃতদের নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূরকে দলের এক সদস্য জানিয়েছেন, ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী গৌরাঙ্গ রায় তৃণমূলের কেউ নন । লোকসভা ও বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রচার করেছেন । একই প্রশ্ন 25 নম্বর ওয়ার্ডে বহিষ্কৃত কল্পনা বাগ ও 27 নম্বর ওয়ার্ডের নবনীতা সরকারের নাম ঘিরেও । তাঁরা দু’জন কোনও কালেই শাসকদলের সংশ্রবে ছিলেন না । দু’জনকে কখনও তৃণমূলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি । ফলে তৃণমূলের বহিষ্কৃতদের তালিকা ঘিরে বিভ্রান্তি থেকেই যাচ্ছে ৷

মালদা, 19 ফেব্রুয়ারি : দলীয় নেতৃত্বের নির্দেশের পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াননি । পৌরভোটে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন ৷ দল বিরোধী এই কাজের জন্য, 14 জন বিক্ষুব্ধ তথা নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কারের কথা শনিবার ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি (TMC expels 14 independent candidates in malda) । কিন্তু এই 14 জন নেতা-নেত্রীর প্রত্যেকেই তৃণমূল করতেন কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ বহিষ্কৃতদের তালিকায় এমন দু’জনের নাম রয়েছে যাঁরা কোনওদিন তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন না । আজও নেই । একজন লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছিলেন । আরও এমন দু’জনের নাম বহিষ্কৃতদের তালিকায় দেখা যাচ্ছে যাঁরা আগেই নিজেদের পদত্যাগপত্র দলকে পাঠিয়ে দিয়েছেন । এনিয়ে ভোটের আগে মুচকি হাসি বিরোধীদের মুখে । প্রশ্ন উঠেছে শাসকদলের অন্দরেও ।

সাবিনা ইয়াসমিন, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, সমর মুখোপাধ্যায়ের মতো নেতৃত্বকে পাশে রেখে জেলা তৃণমূল সভাপতি এদিন জানান, “দলীয় নির্দেশ মেনে ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ানোয় পুরাতন মালদা পৌরসভার পাঁচজন এবং ইংরেজবাজারের নয় নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে । এই প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিল, লিফলেট বিলি করে তাঁদের ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে । ইংরেজবাজারে এমন চারজন নিজেদের ভোট থেকে সরিয়ে নিয়েছেন । তাঁরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছেন । তাই তাঁদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে না ।”

TMC expels independent candidates
বহিষ্কৃতদের তালিকা

উল্লেখ্য,যে চারজনকে দল থেকে আজ বহিষ্কার করা হয়নি, তাঁদের কেউই লিফলেট বিলি করে ভোট ময়দান থেকে নিজেদের সরে দাঁড়ানোর বার্তা দেননি । এবিষয়ে আবদুর রহিম বকসির বক্তব্য, তাঁরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করায় লিফলেট বিলি পর্যন্ত অপেক্ষা করা হয়নি । এদিকে যে দুই প্রার্থী আগেই দলের কাছে নিজেদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, তাঁদেরও আজ বহিষ্কার করা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতির প্রতিক্রিয়া, "দল তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেনি । তাই আজ তাঁদের বহিষ্কার করা হয়েছে ।" তৃণমূল থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন, ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কাকলি চৌধুরির স্বামী পরিতোষ চৌধুরি এবং পুরাতন মালদার 19 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী রূপালি সাহা পালের স্বামী নৃপেন পালও ।

আরও পড়ুন : দিনহাটায় তৃণমূল প্রার্থীর স্বামী গুলিবিদ্ধ, অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

তবে এই বহিষ্কৃতদের নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূরকে দলের এক সদস্য জানিয়েছেন, ইংরেজবাজার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী গৌরাঙ্গ রায় তৃণমূলের কেউ নন । লোকসভা ও বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রচার করেছেন । একই প্রশ্ন 25 নম্বর ওয়ার্ডে বহিষ্কৃত কল্পনা বাগ ও 27 নম্বর ওয়ার্ডের নবনীতা সরকারের নাম ঘিরেও । তাঁরা দু’জন কোনও কালেই শাসকদলের সংশ্রবে ছিলেন না । দু’জনকে কখনও তৃণমূলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি । ফলে তৃণমূলের বহিষ্কৃতদের তালিকা ঘিরে বিভ্রান্তি থেকেই যাচ্ছে ৷

Last Updated : Feb 19, 2022, 9:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.