মালদা, 19 এপ্রিল : আটক দলীয় কর্মীদের ছাড়াতে থানায় গিয়ে দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মালদার মানিকচক থানার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (TMC Agitation in Manikchak Police Station) ৷ অভিযোগ, তৃণমূলের পতাকা হাতে থানায় পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় শাসকদলের নেতা-কর্মীরা ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতে অস্বস্তিতে শাসক শিবির ৷ ফলে এ নিয়ে শাসকদলের কোনও নেতা মন্তব্য করতে চাননি ৷ নীরব থেকেছেন খোদ মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও ৷
তৃণমূলের একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের জামাই সমদীপ সরকার ওই এলাকায় তৃণমূলের কাজকর্ম নিয়ন্ত্রণ করেন ৷ কয়েকদিন ধরে স্থানীয় গোপালপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈর হয় ৷ এ নিয়ে শাসকদলের দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষও হয় বলে অভিযোগ ৷ সংঘর্ষে জড়িত থাকার দায়ে আটজনকে আটকও করেছে মানিকচক থানার পুলিশ ৷ ধৃতেরা সবাই তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ৷
অভিযোগ, ধৃত তৃণমূলকর্মীদের ছাড়াতে তৃণমূলের পতাকা হাতে মানিকচক থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ সমদীপ সরকারের নেতৃত্বে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে তৃণমূলকর্মীরা ৷ এই ঘটনায় পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য ওই গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ সমদীপবাবুর অভিযোগ, পুলিশ নিরাপরাধদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাচ্ছে ৷ এই ঘটনায় মানিকচক ব্লক তৃণমূল যুব সভাপতি ইমরান হাসানের বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, থানার গেটেও আটকে দেওয়া হয় ঘাসফুলের ঝান্ডা ৷ দীর্ঘক্ষণ থানার আইসি অক্ষয় পালকে আটকে রাখা হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন : Malda TMC Inner Clash : মাটি মাফিয়াদের সঙ্গে জড়িত রতুয়ার বিধায়ক, পাল্টা অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির
সমদীপ সরকার অভিযোগ করেছেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গোপালপুরে ঝামেলা হচ্ছে ৷ এ নিয়ে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে মনে করছে পুলিশ ৷ এই ঝামেলায় বোমা-পিস্তল ব্যবহার হতে পারে বলে আমরাও পুলিশকে জানিয়েছিলাম ৷ এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত আটজন দলীয় কর্মীকে আটক করেছে ৷ তাঁরা নিরাপরাধ ৷ পুলিশ যেন আসল অপরাধীদের গ্রেফতার করে, তার দাবি জানাতেই আজ থানায় এসেছি ৷ তবে, আমাদের কেউ দলীয় ঝান্ডা নিয়ে এখানে আসেনি ৷ কারও হাতে ঝান্ডা থাকলেও, তা নামিয়ে নিতে বলেছি ৷ তবে, থানার বাইরে দলীয় ঝান্ডা লাগানো রয়েছে ৷’’