মালদা, 8 সেপ্টেম্বর : রাজ্যের কয়েকটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ও উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন । রাজনৈতিক মহলের অনুমান, সেই ভোটপর্ব মিটতেই পশ্চিমবঙ্গে বিভিন্ন পৌরসভা ও কর্পোরেশনগুলিতেও নির্বাচন প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার । তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শাসকদলের অন্দরে । ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক ইতিমধ্যেই বিভিন্ন জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে । তারা প্রতিটি জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথাও বলছে । কয়েকদিন আগে মালদা শহরে সেই বৈঠক হয়েছে । বৈঠকে ডাকা হয়েছিল ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়ালকে । নরেন্দ্রনাথবাবু জানিয়েছেন, বৈঠকে আইপ্যাকের তরফে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে ৷ আসন্ন পৌর নির্বাচনে দীর্ঘদিনের পুরোনো কাউন্সিলরদের আর টিকিট দেওয়া হবে না । তিনি এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন । নরেন্দ্রনাথবাবুর বক্তব্য সঠিক হলে আগামী পৌর নির্বাচনে টিকিট পাবেন না দলের অনেক রথী-মহারথীরাই। এনিয়ে কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে । নরেন্দ্রনাথবাবু আরও দাবি করেছেন, আর পৌরসভা নয়, দেড়শো বছরের পুরোনো এই জেলার দুই পৌরসভাকে একত্রীকরণ করে কর্পোরেশন করা হোক। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছেন তিনি ।
ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নরেন্দ্রনাথবাবু বলেন, "পৌর নির্বাচন এগিয়ে আসছে। তার আগে আমরা প্রতিটি ওয়ার্ড ও বুথভিত্তিক সাংগঠনিক বৈঠক শুরু করেছি । মানুষকে পরিষেবা দিয়েই আমরা মানুষের মন জয় করতে পারব । কিন্তু একটু খতিয়ে দেখলে দেখা যাবে, ইংরেজবাজারের মানুষকে আমরা তাদের চাহিদা মতো পরিষেবা দিতে পারিনি । মধ্যে মহকুমাশাসক পৌরসভার প্রশাসক পদে বসে কিছু কাজ করেছিলেন । তারপর আমরা আবার নতুন প্রশাসক পেয়েছি । তিনিও কাজ শুরু করেছেন । আমরা চেষ্টা করছি, যেসব জায়গায় আমরা পিছিয়ে পড়েছিলাম, সেসব জায়গা যেন আবার আমরা পুনরুদ্ধার করতে পারি । সম্প্রতি আইপ্যাকের প্রতিনিধিরা মালদায় এসে আমাদের সঙ্গে বৈঠক করেছেন । আসন্ন নির্বাচনের জন্য তাঁরা প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছেন । তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে যারা কাউন্সিলর রয়েছেন, তাঁদের এবার টিকিট দেওয়া হবে না। আমি আইপ্যাক এবং দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।"
বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার পৌরসভার 29টির মধ্যে 25টি ওয়ার্ডেই পিছিয়ে ছিল তৃণমূল । তার জেরেই কি আইপ্যাক এবং দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত? নরেন্দ্রনাথবাবু বলেন, "বিধানসভা ভোটে আমরা এই পৌরসভার 25টি ওয়ার্ডেই আমরা পিছিয়ে ছিলাম । আমাদের প্রার্থীর পরাজয়ও হয়েছে । কিন্তু তা নিয়ে আমি কাউকে কোনও পরামর্শ দিইনি । দল ও আইপ্যাক সিদ্ধান্ত নিয়েছে, এবার পুরোনো কাউন্সিলরদের আর টিকিট দেওয়া হবে না । আমিও সেটাই চাই । দীর্ঘদিন ধরে যাঁরা একই পদে রয়েছেন, তাঁরা মানুষের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন । দল সেটা বুঝতে পেরেছে । আমি নিজেও তিনবারের কাউন্সিলর । আমাকেও যেন এবার টিকিট না দেওয়া হয় । আমি সেকথাও জানিয়েছি ।"
আরও পড়ুন: বাঁচতে চায় ছোট্ট সুহানা, সাহায্যের কাতর আর্জি দিশেহারা বাবা-মার
নরেন্দ্রনাথবাবুর দাবি, আর পৌরসভা নয়, এই জেলার দুটি পৌরসভাকে এক করে কর্পোরেশন করা হোক । তাঁর মতে, আসানসোল ও দুর্গাপুরকে এক করে যদি কর্পোরেশন করা যায়, তবে গায়ে গা লাগানো ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভাকে একত্রীকরণ করেও কর্পোরেশন করা যেতে পারে । তিনি বলেন, "এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন । আমাদের দেড়শো বছরের পুরোনো পৌরসভা। অথচ এখনও 'বি' ক্যাটিগরিতে পড়ে রয়েছি। এখনও 'এ' ক্যাটেগরি পেলাম না । মালদার মানুষকি কর্পোরেশন কিংবা মেয়র পাবেন না ? আমি এটা দলীয় নেতৃত্বকে বলেছি । প্রয়োজনে ফের আমি দলের কাছে এনিয়ে আবেদন জানাব। ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভায় ওয়ার্ডের পুনর্বিন্যাস করা খুব প্রয়োজন । অনেক ওয়ার্ডে 10-12টি বুথও রয়েছে । সেই ওয়ার্ডগুলিতে পৌর পরিষেবা দিতে সমস্যা হচ্ছে । মানুষও সমস্যায় পড়ছেন।"